শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

নারী ক্রীড়া উৎসব শেষ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০১৯, ১২:০৪ এএম

ঢাকা জেলা মহিলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত চারদিন ব্যাপী নারী ক্রীড়া উৎসব শেষ হয়েছে। গতকাল ধানমন্ডিস্থ সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে উৎসবের শেষ দিন অ্যাথলেটিক্সের উপজেলা পর্যায়ের দলগত ইভেন্টে ইডেন কলেজ চ্যাম্পিয়ন ও ঢাকা বিশ্ববিদ্যালয় রানার্সআপ হয়। ব্যক্তিগত ইভেন্টে ইডেন কলেজের শিখা খাতুন সেরা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদিয়া ইসলাম রানারআপের খেতাব জিতে নেন। জোনাল পর্যায়ের দলগতে ঢাকা চ্যাম্পিয়ন ও নারায়ণগঞ্জ রানার্সআপ এবং ব্যক্তিগত ইভেন্টে নারায়ণগঞ্জের ফারিয়া আক্তার চ্যাম্পিয়ন ও মানিকগঞ্জের জাফরিন আক্তার রানারআপ হন। হ্যান্ডবলের উপজেলা পর্যায়ে ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন ও শহীদ বীরউত্তম লে. আনোয়ার গার্লস কলেজ রানার্সআপ হয়। আঞ্চলিক পর্যায়ে ঢাকা চ্যাম্পিয়ন ও মানিকগঞ্জ রানার্সআপ। ভলিবলের উপজেলা পর্যায়ে গ্রীন হেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুল চ্যাম্পিয়ন ও ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ রানার্সআপ এবং আঞ্চলিক পর্যায়ে নারায়ণগঞ্জ চ্যাম্পিয়ন ও ঢাকা রানার্সআপ হয়। কাবাডির উপজেলা পর্যায়ে ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন ও শারীরিক শিক্ষা কলেজ রানার্সআপ এবং আঞ্চলিক পর্যায়ে নারায়ণগঞ্জ চ্যাম্পিয়ন ও ঢাকা রানার্সআপ হয়। সমাপণী দিনের খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর একান্ত সচিব এবং ক্রীড়া পরিষদের উপ-পরিচালক রশিদুজ্জামান সেরনিয়াবাত। এসময় ঢাকা জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী রাহনুমা শারমিন ও জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদিকা ফারহাদ জেসমিন লিটি উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন