শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

ওবায়দুল কাদেরের সুস্থতা কামনায় যুবলীগ দক্ষিনের দোয়া

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ মার্চ, ২০১৯, ৬:৩৮ পিএম | আপডেট : ৬:৪০ পিএম, ২০ মার্চ, ২০১৯

আাওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের আজা সিংগাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে।
তার অপারেশনের সফলতা কামনা ও দ্রুত সুস্থ হয়ে যেন বাংলাদেশে ফিরে এসে দেশ এবং জনগণের সেবা করতে পারে এজন্য গুলিস্তান কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া এবং গুলিস্তান মদিনাতুল উলুম হাফেজিয়া মাদ্রাসায় কোরআন খতমের ব্যবস্থা করেন ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট।

আজ বুধবার বাদ যোহর গুলিস্তান কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়ার আয়োজন করা হয়। এতে খতিব ও মদিনাতুল উলুম হাফেজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মুফতি মাওলানা মুজামমিল হোসেন মোনাজাত পরিচালনা করেন। এসময় মুসল্লি ও মাদ্রাসার ছাত্ররা দোয়ায় শরিক হন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন