শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

স্বাধীনতা দিবস হ্যান্ডবল শুরু

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০১৯, ৭:৫২ পিএম

এমএ হামিদ স্বাধীনতা দিবস হ্যান্ডবল প্রতিযোগিতার খেলা শুরু হয়েছে। শনিবার শহীদ ক্যাপ্টেন (অব.) এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. মো: জাফর উদ্দিন। এ সময় হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি একেএম নুরুল ফজল বুলবুল ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর উপস্থিত ছিলেন। উদ্বোধনী দিন পুরুষ বিভাগের খেলায় পুলিশ হ্যান্ডবল ক্লাব ২৫-২০ গোলে আনসারকে ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩৬-২০ গোলে কোয়ান্টাম ফাউন্ডেশনকে হারায়। অন্যদিকে নারী বিভাগের খেলায় বিজেএমসি ৪৮-১০ গোলে কোয়ান্টাম ফাউন্ডেশনকে এবং বাংলাদেশ আনসার ৩৩-১৫ গোলে জামালপুর স্পোর্টস একাডেমি এবং ৩০-২২ গোলে পুলিশকে হারায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন