শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

জনতা এক্সচেঞ্জ কোম্পানী এসআরএল, ইতালি’র বার্ষিক সাধারণ সভা ও গ্রাহক সমাবেশ

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০১৯, ৮:৫১ পিএম

জনতা ব্যাংক লিমিটেডের পূর্ণ মালিকানাধীন সাবসিডিয়ারী জনতা এক্সচেঞ্জ কোম্পানী এসআরএল, ইতালি’র বার্ষিক সাধারণ সভা-২০১৯ সম্প্রতি কোম্পানীর ইতালীস্থ রোম অফিসে অনুষ্ঠিত হয়। জনতা ব্যাংক লিমিটেড এর সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক ও জনতা এক্সচেঞ্জ কোম্পানী এসআরএল এর চেয়ারম্যান মো. আব্দুছ ছালাম আজাদ এতে সভাপতিত্ব করেন। পরে একইদিনে জনতা এক্সচেঞ্জ কোম্পানী এর উদ্যোগে বাংলাদেশী অধ্যুষিত পিয়াজা ভিত্তরিও ইমান্যুয়েলে এলাকার একটি হোটেলে গ্রাহক সমাবেশ ও সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন ইতালীতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার এবং বিশেষ অতিথি ছিলেন জনতা ব্যাংক লিমিটেডের সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক ও জনতা এক্সচেঞ্জ কোম্পানী এসআরএল’র চেয়ারম্যান মো. আব্দুছ ছালাম আজাদ। এ সময় অন্যান্যদের মধ্যে বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক কাউন্সিলর ও জনতা এক্সচেঞ্জ কোম্পানীর পরিচালক মানস মিত্র, জনতা এক্সচেঞ্জ কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক মো. আলী হোসেনসহ শতাধিক গ্রাহক, শুভানুধ্যায়ী, সাংবাদিক এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তারা প্রবাসী বাংলাদেশীদেরকে তাঁদের কষ্টার্জিত অর্থ জনতা এক্সচেঞ্জের মাধ্যমে প্রেরণের জন্য উদ্বুদ্ধ করেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন