বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ও প্রাণ কনফেকশনারীর পৃষ্ঠপোষকতায় হুররে ওয়েফার স্কুল মিনি হ্যান্ডবল (বালক ও বালিকা) প্রতিযোগিতা মাঠে গড়ালো। মঙ্গলবার সকালে শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের যুগ্ন সচিব মো: ওমর ফারুক। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারন সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মাসুম শামিয়া শীলা ও সম্পাদক লাজুল করিম কস্তুরী সহ অন্যান্য কর্মকর্তারা। উদ্বোধনী দিন বালক বিভাগে জয় পেয়েছে মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজ, মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজ, হীড ইন্টারন্যাশনাল স্কুল, কদমতলা পুর্ব বাসাবো স্কুল, সানিডেল, শহীদ পুলিশ স্মৃতি কলেজ ও স্কলাস্টিকা (উওরা)। বালিকা বিভাগে জিতেছে মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, হীড ইন্টারন্যাশনাল স্কুল, সানিডেল, মাইলস্টোন স্কুল এন্ড কলেজ, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস স্কুল, স্কলাস্টিকা (উওরা) ও শহীদ পুলিশ স্মৃতি কলেজ।
হুররে ওয়েফার স্কুল মিনি হ্যান্ডবল টুর্নামেন্টের এবারের আসরে বালক-বালিকা দু’বিভাগে ১২টি করে মোট ২৪টি দল অংশ নিচ্ছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন