শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

এক সুতোয় গার্দিওলা, ইব্রা, ডি গিয়া

প্রকাশের সময় : ২১ মে, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : পেপ গার্দিওলা, জøাতান ইব্রাহিমোভিচ, ডেভিড ডি গিয়া। ফুটবলের তিন ঠিকানায় থাকেন তিনজন। তবে আজকের রাত তাঁদেরকে দাঁড় করাবে এক সারিতে। ঘরোয়া কাপের ফাইনাল দিয়ে তিনজনই নিজ নিজ ক্লাবের হয়ে শেষ বারের মত মাঠে নামবেন আজ। আগামী মৌসুমের জন্য প্রথমজনের ঠিকানা নির্ধারিত, দ্বিতীয় জনেরটা অপ্রকাশিত, আর তৃতীয়জনের ইতোমধ্যেই শুরু করেছেন স্বদেশী ক্লাব রিয়াল মাদ্রিদের পথে গেলবারের জটটা খুলে ফেলতে।
ডি গিয়ার ম্যানচেস্টার ইউনাইটেডে অ্যালেক্স ফার্গুসন অধ্যায় শেষ হয়েছে ২০১৩ সালে। এরপর থেকেই দলটিতে শিরোপার অপেক্ষা। ডেভিড ময়েসের ব্যর্থতার পর শুরু হয় লুইস ফন গাল অধ্যায়। কিন্তু অভিজ্ঞ এই ডাচ ফুটবল বোদ্ধাও ফার্গুসনের চেয়ারের সেই আঁচ সামলাতে রীতিমত হিমশিম খাচ্ছেন! প্রথম মৌসুমটা কোনমতে চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফ নিশ্চিত করলেও এবারের দশা আরো নাজুক। চ্যাম্পিয়ন্স লিগে এবার নেই তাঁর দল। লিগেও খুড়িয়ে খুড়িয়ে চলায় মৌসুম জুড়েই তাঁর চেয়ারটাতেও দমকা হাওয়া লেগেছে বেশ ক’বার। শেষ ম্যাচেও তাঁকে দুয়ো শুনতে হয়েছে সমর্থকদের কাছ থেকে। এতকিছুর পরও তাঁর স্বপদে বহাল থাকাটাও এখন ভক্তদেও কাছে আশ্চর্যের। তবে সব হারিয়েও দলকে ‘কিছু একটা’ দেয়ার মত উপলক্ষ হিসেবে বর্তমানে গালের সামনে এফএ কাপের শিরোপা। লন্ডনের উইম্বলি স্টেডিয়ামে আজকের সেই শিরোপা নির্ধারণী ম্যাচে তাঁর দলের প্রতিপক্ষ ক্রিস্টাল প্যালেস।
ফার্গুসনের বিদায়ের মৌসুমে জেতা প্রিমিয়ার লিগ শিরোপাটাই হয়ে রয়েছে রেডদের সর্বশেষ কোন শিরোপা। এবার তারা লিগ শেষ করেছে পঞ্চম অবস্থানে থেকে। শেষ ম্যাচে তারা বোর্নমাউথকে হারায় ৩-১ গোলে। ওল্ড ট্রাফোর্ডের ঐ ম্যাচে ফন গালের কৌশল অনুযায়ী পজিসন পাল্টে মাঝমাঠে খেলেন দলের অধিনায়ক ওয়েন রুনি। সফলতাও পান ইংলিশ তারকা। ছিল একটি গোল একটিতে সহায়তা। আজও হয়ত একই পজিশনে দেখা যেতে পারে ৩০ বছর বয়সী স্ট্রাইকারকে। আর বল পোস্টে পাঠানোর জন্যে তো দুই তরুণ স্ট্রাইকার মার্কাস রাশফোর্ড ও অ্যান্টনি মর্শিয়াল আছেনই। সবকিছু ঠিকঠাক থাকলে ফন গাল রেডদের ১২তম এফএ কাপের ১২ বছরের অপেক্ষা ঘুচাতেও পারেন। আর ক্রিস্টাল প্যালেস মাঠে নামবে আসরে নিজেদের প্রথম শিরোপার লক্ষ্যে। এই ম্যাচের মধ্য দিয়েই শেষ হতে পারে ডেভিড ডি গিয়ার ইউনাইটেড অধ্যায়। স্বদেশী ক্লাব রিয়াল মাদ্রিদে পাড়ি জমাতে ২৫ বছর বয়সী গোলরক্ষক এরই মধ্যে শুরু করে দিয়েছেন তোড়জোড়।
কাপ ফাইনালের মধ্য দিয়ে শেষ হচ্ছে কোচিং ক্যারিয়ারে গার্দিওলার দ্বিতীয় অধ্যায়। সামনের মৌসুমে ৪৫ বছর বয়সীকে দেখা যাবে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির ডাগ আউটে। এর আগে জার্মান কাপের (পোকাল) ফাইনালে বায়ার্ন মিউনিখের ডাগ আউটে শেষ বারের মত আজ দেখা যাবে তাঁকে। বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষের এই ম্যাচ দিয়ে জার্মান চ্যাম্পিয়নদের হয়ে তিন বছরের দায়িত্ব শেষ করবেন সাবেক বার্সেলোনা কোচ। তিন মৌসুমেই দলকে লিগ শিরোপার স্বাদ এনে দিয়েছিলেন তিনি। তবে জার্মান কাপ জেতেন শুধুমাত্র প্রথম মৌসুমে (২০০১৩-১৪)। এখন তাঁর সামনে সুযোগ বিদায়বেলা দলকে ‘ডাবল’ শিরোপা উপহার দিয়ে নিজের বিদায়টাও রাঙিয়ে নেওয়া। রেকর্ড আসরের ১৭ বারের চ্যাম্পিয়ন বায়ার্ন। আর বার্লিনের অলিম্পিয়া স্টেডিয়ামে চতুর্থ শিরোপার লক্ষ্য মাঠে নামবে ডর্টমুন্ড।
ওদিকে ফ্রেঞ্চ কাপের ফাইনাল ম্যাচও প্রস্তুত প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) লিজেন্ড জøাতান ইব্রাহিমোভিচকে বিদায় জানাতে। প্যারিসের দলের হয়ে মাত্র চার মৌসুমেই ক্লাবের প্রায় সব রেকর্ড দখলে নিয়েছেন এই সুইডিশ স্ট্রাইকার। চারবারই দলের লিগ শিরোপা জয়ের অগ্রনায়ক তিনি। তবে দলকে একই সময়ে ফ্রেঞ্চ কাপ এনে দিতে পেরেছেন মাত্র একবার, গত মৌসুমে। ৩৪ বছর বয়সী নিশ্চয় চাইবেন প্যারিসের দলকে শেষ উপহার হিসেবে আসরের দশম শিরোপার স্বাদ এনে দেওয়া।
ইউরোপিয়ান ফুটবলে কাপ ফাইনালের রাতে কোপা ইতালিয়া-ই বা বাদ থাকবে কেন? সেখানে টনা ৫ বারের লিগ চ্যাম্পিয়ন জুভেন্টাসের প্রতিপক্ষ এক জুগেরও বেশি সময় ধরে ইতালিয়ান কাপের অপেক্ষায় থাকা এসি মিলান। শেষ ২০০২-০৩ মৌসুমে এই শিরোপা ঘওে তুলেছিল তারা। আর জুভরা ২০ বছরের অপেক্ষা ঘুচিয়ে হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন। এবার তাদের সামনে সুযোগ অর্ধ শতাব্দি পর টানা দুইবার আসরের চ্যাম্পিয়ন হওয়া।


ফাইনালে মুখোমুখি
এফএ কাপ
ম্যানইউ-ক্রিস্টাল প্যালেস
কোপা ইতালিয়া
এসি মিলান-জুভেন্টাস
ফ্রেঞ্চ কাপ
পিএসজি-মার্শেই
পোকাল (জার্মান কাপ)
বায়ার্ন মিউনিখ-বরুশিয়া ডর্টমুন্ড

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন