শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা চ্যাম্পিয়নশিপ ‘সি’ গ্রুপে বাংলাদেশ

প্রকাশের সময় : ২১ মে, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা চ্যাম্পিয়নশিপের বাছাই পর্ব শুরু হবে আগামী ২৭ আগস্ট। চলবে ৪ সেপ্টেম্বর পর্যন্ত। একই সঙ্গে বিভিন্ন দেশের চার ভেন্যুতে হবে এই টুর্নামেন্ট। আর ২০১৭ সালে টুর্নামেন্টের চ‚ড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হবে থাইল্যান্ডে। এ আসরকে সামনে রেখে ইতোমধ্যে গ্রæপিং নির্ধারণ হয়েছে। বৃহস্পতিবার রাতে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত ড্রয়ে টুর্নামেন্টের গ্রæপ নির্ধারণ করা হয়। এতে বাংলাদেশের জায়গা হয় ‘সি’ গ্রæপে। এই গ্রæপের অন্য দলগুলো হলো ইরান, চাইনিজ তাইপে, আরব আমিরাত, কিরগিজস্তান ও সিঙ্গাপুর। ‘এ’ গ্রæপে থাইল্যান্ড, মিয়ানমার, জর্ডান, গুয়াম, লাওস ও পাকিস্তান, ‘বি’ গ্রæপে দক্ষিণ কোরিয়া, ভারত, ফিলিপাইন, মালয়েশিয়া, নর্দার্ন মারিয়ানা আইল্যান্ডস ও লেবানন এবং ‘ডি’ গ্রæপে পড়েছে উজবেকিস্তান, অস্ট্রেলিয়া, ভিয়েতনাম, হংকং, ফিলিস্তিন ও ইরাক। সি-গ্রæপের খেলাগুলো বাংলাদেশেই অনুষ্ঠিত হবে। গত আসরের সেরা চারদল উত্তর কোরিয়া, জাপান, চীন ও থাইল্যান্ড সরাসরি চূড়ান্ত পর্বে খেলবে। প্রত্যেক গ্রæপের খেলা এক রাউন্ড লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। প্রত্যেক গ্রæপের চ্যাম্পিয়ন দল চূড়ান্ত পর্বে খেলবে। ‘এ’ গ্রæপে থাইল্যান্ড যদি গ্রæপ চ্যাম্পিয়ন হয়, তাহলে ওই গ্রæপের রানার্স আপ দল চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে। একই দিন অনূর্ধ্ব-১৯ এরও ড্র অনুষ্ঠিত হয়েছে। তবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টে নাম নিবন্ধন করেনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন