শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

নবীগঞ্জে ছুরিকাঘাতে মা খুন

নবীগঞ্জ (হবিগঞ্জ) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০১৯, ১২:০৫ এএম

নবীগঞ্জের ইনাতগঞ্জ ইউনিয়নের ইছবপুর গ্রামে দৃর্বৃত্তের ছুরিকাঘাতে নীলু সূত্র ধর নামে এক বৃদ্ধা মহিলা নিহত হয়েছেন। আহত হয়েছেন তার মেয়ে শিল্পি সূত্র ধর। গুরুতর আহত শিল্পিকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপতালে প্রেরণ করা হয়েছে। নিহত নীলু সূত্র ধর ওই গ্রামের মৃত চানমনি সূত্র ধরের স্ত্রী। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার রাত সাড়ে ৮টায়।
জানা যায়, মা বাড়ীতে একা তাই ছোট মেয়ে মাধবপুর উপজেলার মনতলা স্বামীর বাড়ি থেকে মা নীলু সুত্রধরের কাছে বেড়াতে আসেন। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় কয়েকজনের একদল দৃর্বৃত্তরা নীলু সূত্র ধরের ঘরে প্রবেশ করে মা মেয়ে দুজনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাদের আর্তচিৎকারে আশপাশের লোকজন এসে উদ্বার করেন। হতাহতোদের শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহৃ রয়েছে। ঘটনাস্থলেই নীলু সুত্র ধর নিহত হন। গুরুতর আহত হন মেয়ে শিল্পি সুত্র ধর। তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার নবীগঞ্জ-বাহুবল সার্কেল মো. পাভেজ আলম চৌধুরী একদল পুলিশ নিয়ে ঘটনা স্থলে ছুটে আসেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন