আল কোরআন
অপবিত্র নারীরা হচ্ছে অপবিত্র পুরুষদের জন্য, অপবিত্র পুরুষরা হচ্ছে অপবিত্র নারীদের জন্য, আবার ভালো নারীরা হচ্ছে ভালো পুরুষদের জন্য, ভালো পুরুষরা হচ্ছে ভালো নারীদের জন্য, (মোনাফেক) লোকেরা (এদের সম্পর্কে) যা কিছু বলে তারা তা থেকে পাক পবিত্র, এদের জন্যেই রয়েছে ক্ষমা ও সম্মানজনক রুজি।সুরা নুর, আয়াত ২৬
আল হাদীস
আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) হইতে বর্ণিত । তিনি বলেন, আমি জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর নবী, কোন কাজটি জান্নাতের অতি নিকটবর্তী করে দেয়? তিনি বললেন, সময় মত নামাজ পড়া। আমি জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর নবী, তারপর কোনটি? তিনি বললেন, পিতা-মাতার সাথে সদ্ব্যবহার করা। আমি আবার জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর নবী, তারপর কোনটি। তিনি বললেন, আল্লাহর পথে জিহাদ করা।মুসলিম শরিফ-১ম খÐ-হাদিস নং-১৬১
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন