শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাহিত্য

কবিতা

| প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০১৯, ১২:০৬ এএম


আলী এরশাদ
কেয়ামত

মাঝরাতে নেমে এলো কবরের অন্ধকার
শান্তির শহরজুড়ে হায়! এ কি! নৃশংসতা।
অতর্কিত যমদূত দুয়ারে হাজির,
হঠাৎ! এমন কালো কেয়ামত দেখে
গলা ধরে কাঁদে মা আর সন্তান।
পশুদের বর্বর উল­াসে কেঁপে উঠে খোদার আরশ।
ফুপিয়ে ফুপিয়ে কাঁদে চাঁদ, তারা, জোনাকীর দল।
ফারুক, গোপাল আর জন-
হায়েনার থাবা থেকে পায়নি রেহাই কেউ।
ভাবীজান, পিসি মাগো করছে করছে তারা
পৈশাচিক কাজ। ঐ ঘটনার বর্ণনা সম্ভব নয়!
হার মানে মুসোলিনী, হিটলার, চেঙিস খাঁন।
বুলেটের শিলাবৃষ্টি কেড়ে নিলো সহস্র তরতাজা প্রাণ
কালো বুট থেতলে দিলো নিষ্পাপ মুখমÐল,
সকালের সূর্যরঙে লাল হলো শহরের রাস্তাগুলো।
দাদীজান, ঠাকমাগো তোমরা তো গ্রামে ছিলা,
লাগেনি লাগেনি তাই এতটা উত্তাপ।
সে রাতের কথা মনে হলে আজো
সজারুর কাটার মতন খাঁড়া হয়ে ওঠে শরীরের লোম।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন