বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন ব্যবস্থাপনায় এবং ওরিয়ন গ্রুপের পৃষ্ঠপোষকতায় শনিবার শুরু হচ্ছে অষ্টম জাতীয় রোলার স্কেটিং চ্যাম্পিয়নশিপের খেলা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে বিকেল পাঁচটায় প্রতিযোগিতার উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহ্সান রাসেল, এমপি। এ সময় উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. মো: জাফর উদ্দিন, রোলার স্কেটিং ফেডারেশনের সভাপতি ও প্রধানমন্ত্রীর মূখ্য সমন্বয়ক (এসডিজি) মো: আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক আহমেদ আসিফুল হাসান সহ অন্যান্য কর্মকর্তারা। এবারের জাতীয় রোলার স্কেটিং প্রতিযোগিতায় ২৭টি স্কেটিং ক্লাব ও ২০ জেলার প্রায় এক হাজার স্কেটার অংশ নেবেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন