বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী কমিটির সদস্য ও মহিলা উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ ফের ফিফা ও এএফসির কমিটিতে নির্বাচিত হয়েছেন। গতকাল মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে এএফসির কংগ্রেস ও নির্বাচন অনুষ্ঠিত হয়। কিরণ ভোটের লড়াইয়ে জিতে নির্বাচিত হয়েছেন ফিফা কাউন্সিল মেম্বার এবং নারী প্রতিনিধি হিসেবে জয় পেয়ে জায়গা পেয়েছেন এএফসির নির্বাহী কমিটিতে। কুয়ালালামপুর থেকে কিরণের বিজয়ের কথা এই প্রতিবেদককে নিশ্চিত করেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। এ দুই পদে আগেও নির্বাচিত ছিলেন কিরণ। কিরণ ছাড়াও এশিয়া থেকে ফিফার কাউন্সিল মেম্বার হয়েছেন হে দু ঝাওচিয়া (চীন), প্রফুল প্যাটেল (ভারত), কো জো তাশিমা (জাপান), মারিয়ানো আরানেতা (ফিলিপাইন) ও সাউদ আজিজ আল মোহান্নাদি (কাতার)।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন