বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং ওরিয়ন গ্রুপের পৃষ্ঠপোষকতায় অষ্টম জাতীয় রোলার স্কেটিং চ্যাম্পিয়নশিপের প্রথমদিনের খেলা রোববার সকাল থেকে শুরু হয়ে রাত অবধি শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। এদিন প্রতিযোগিতার স্পীড স্কেটিং ইভেন্টে উজ্জ্বল ছিল লেজার স্কেটিং ক্লাব। তারা এই ইভেন্টের বালক-বালিকা বিভাগে শ্রেষ্ঠত্ব দেখিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
লেজার স্কেটিং ক্লাবের শ্রেষ্ঠত্বের মধ্য দিয়েই কাল শেষ হয় চ্যাম্পিয়নশিপের স্পীড স্কেটিং প্রতিযোগিতা। একই ভেন্যুতে সোমবার শুরু হবে রোপ স্কিপিংয়ের খেলা। জাতীয় রোলার স্কেটিং চ্যাম্পিয়নশিপের খেলা ১২ এপ্রিল তারিখ পর্যন্ত শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে। এবারের আসরে দেশের ২৭টি স্কেটিং ক্লাব ও ২০ জেলা ও অ্যাসোসিয়েশনের প্রায় এক হাজার খেলোয়াড় ৩টি ক্যাটাগরি যথাক্রমে স্পীড স্কেটিং, রোপ স্কিপিং ও রোলবল প্রতিযোগিতায় অংশগ্রহন করছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন