শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

অ্যাডভান্সড আম্পায়ার কোর্স সমাপ্ত

প্রকাশের সময় : ২২ মে, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : এফআইএইচ আম্পায়ার্স ম্যানেজার অমরজিত সিংয়ের তত্ত¡াবধানে ৬ দিনব্যাপি অ্যাডভান্সড আম্পায়ার্স কোর্স শেষ হলো। ৩ জন আন্তর্জাতিক, ১০ জন ‘এ’ গ্রেড ও ১৩ জন ‘বি’ গ্রেডের আম্পায়ার এই কোর্সে অংশ নিয়ে সফলভাবে শেষ করে সার্টিফিকেট প্রাপ্ত হন। গতকাল সমাপনি অনুষ্ঠানে হকি ফেডারেশনের সাধারন সম্পাদক বলেন, ‘এখান থেকে আমাদের আরো আন্তর্জাতিক আম্পায়ার তৈরি হবে। তাদের যোগ্য আম্পায়ারিংয়ে ধীরে ধীরে আমাদের ক্লাবগুলোর বিদেশী আম্পায়ারের চাহিদা কমে যাবে বলে আমার বিশ্বাস।’ আম্পায়ার্স বোর্ডের ম্যানেজার কামরুল ইসলাম কিসমত বলেন, ‘বছরে আমরা যদি একটি বা দুটি কর্মশালার আয়োজন করতে পারি, তাহলে মান আরো বাড়বে।’ অমরজিত সিং তার কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন, ‘ফেডারেশন যে দুজন বিদেশী আম্পায়ার এনেছে, তার চেয়ে তোমরা ভালো বাঁশি বাজাও। আমি এই প্রথম এশিয়ার কোন দেশের কর্মশালায় এসেছি। এফআইএইচ আমাকে সবসময় ইউরোপে পাঠায়। বাংলাদেশের আতিথেয়তায় আমি মুগ্ধ।’ সনদপত্র বিতরন অনুষ্ঠানে হকি ফেডারেশনের অন্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন