নেত্রকোনা জেলা সংবাদদাতা ঃ বিনা টিকিটে রেল ভ্রমনের দায়ে মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে ১৮ যাত্রীর কাছ থেকে ৬ হাজার ৭ শত ৫০ টাকা জরিমানা আদায় করেছে মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ।
মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার মোঃ গোলাম রব্বানী জানান, ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর ‘হাওর এক্সপ্রেস’ ট্রেনটি গতকাল শনিবার সকালে মোহনগঞ্জ স্টেশনে পৌঁছলে রেলওয়ে কর্তৃপক্ষ জিআরপি পুলিশের সহায়তায় যাত্রীদের টিকিট চেক করে বিনা টিকিটে রেল ভ্রমণকারী ১৮ যাত্রীকে আটক করে। পরে তাদের প্রত্যেকের কাছ থেকে ভাড়াসহ জরিমানা বাবদ ৩ শত ৭৫ টাকা করে মোট ৬ হাজার ৭ শত ৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন