শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসা বাণিজ্য

বোদায় সুপারির ভালো দাম চাষিরা খুশি

প্রকাশের সময় : ২২ মে, ২০১৬, ১২:০০ এএম

বোদা (পঞ্চগড়) উপজেলা সংবাদদাতা : পঞ্চগড়ের বোদায় সুপারির ভালো দাম থাকায় সুপারি চাষিদের মুখে খুশির হাসি লক্ষ্য করা যাচ্ছে। এই উপজেলায় কৃষিপণ্য হিসেবে ব্যাপক হারে সুপারির চাষ হচ্ছে। আপতকালীন সময়ে সুপারি বিক্রি করে সংসারের চাহিদা মিটছে অনেক কৃষকের। বাজারে সুপারির দাম ভালো থাকায় এবং সুপারি চাষ লাভজনক হওয়ায় অনেকেই এখন সুপারি চাষে আগ্রহী হয়ে উঠছেন। উপজেলার প্রায় সব কয়টি হাটবাজারে কমবেশি সুপারির হাট বসে। সবচেয়ে বেশি সুপারি বিক্রি হয় বোদা নগরকুমারী হাটে। এই হাটে দেশের বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা সুপারি কিনতে আসে। গতকাল শনিবার দুপুরে বোদা সুপারির হাটে সুপারি ব্যবসায়ী ও কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১ পণ (২০ হালি) সুপারি বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৮০ টাকা দরে। দেশে সুপারির অন্যতম উৎপাদনকারী এলাকা হিসেবে পঞ্চগড় সুপরিচিত। দেশে উৎপাদিত সুপারির বড় অংশ পঞ্চগড় এলাকায় উৎপাদিত হয়। বোদাসহ পঞ্চগড় জেলার প্রায় প্রতিটি বাড়িতেই কমবেশি সুপারির গাছ রয়েছে। অনেক কৃষক বাণিজ্যিকভাবে বাগান গড়ে তুলেছেন এ এলাকায়। কয়েকজন সুপারি ব্যবসায়ী বলেন, সুপারি সাধারণত এপ্রিল থেকে বিক্রি শুরু হয় জুন মাস পর্যন্ত চলে। এ সময় কৃষকেরা বোরো, গমসহ রবিশস্য চাষে ব্যস্ত থাকেন। কৃষকের হাতে কোনো টাকা-পয়সা না থাকায় তারা সুপারি বিক্রি করে পরিবারের দৈনন্দিন চাহিদা মিটিয়ে থাকেন। কথা হয় বামনহাট এলাকা থেকে সুপারি বিক্রি করতে আসা ওসমান গণির (৫০) সাথে তিনি বলেন, ‘বাড়ির আশপাশে লাগানো ৪০টি সুপারির গাছ থেকে বছরে ৩-৪ হাজার টাকার সুপারি বিক্রি করি। এবার সুপারির দাম ভালো। যে সময়ে কৃষকের হাতে কোনো টাকা-পয়সা থাকে না, সে সময়ে সুপারি বিক্রি করে সংসারের চাহিদা ও কৃষিকাজে লাগানো যায়। নয়াদিঘী এলাকার মো. আব্দুর রহমান বলেন, সুপারির বাগান থেকে প্রতিবছর লাখ টাকার সুপারি বিক্রি করি। বোদা বাজারের বড় সুপারি ব্যবসায়ী সাতখামার এলাকার মুসলিম বলেন, বোদা বাজারসহ আশপাশের হাটগুলো প্রতি সপ্তাহে লাখ লাখ টাকার সুপারি কেনাবেচা হয়। এই সুপারি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন অর রশিদ বলেন, সুপারি চাষ একটি লাভজনক কৃষিপণ্য। বাড়ির আনাচে-কানাচে সুপারির গাছ লাগিয়ে দু/তিন বছরের মধ্যে ফলন পাওয়া যাবে। সুপারির গাছের জন্য স্বল্প পরিমাণ জায়গা লাগে। এছাড়া বাড়ির আশপাশে উঠানে সুপারির বাগান গড়ে তোলা যায়। অনেকে বাণিজিকভাবে সুপারির চাষ করছেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন