রোববার, ২৩ জুন ২০২৪, ০৯ আষাঢ় ১৪৩১, ১৬ যিলহজ ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

কোয়েটায় বোমা হামলায় নিহত ৮

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০১৯, ১১:৩৫ এএম

বেলুচিস্তানের কোয়েটায় বোমা হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। আজ শুক্রবার সকালে কোয়েটা শহরের হাজারিগঞ্জ এলাকায় হাজারা সম্প্রদায়ের লোকজনদের লক্ষ্য করে এ বিস্ফারণ ঘটানো হয়। খবর ডন অনলাইনের।
 
ডিআইজি আবদুল রাজ্জাক বলেন, নিহতদের মধ্যে সাতজন হাজারা সম্প্রদায়ের। অপর আরেকজন সীমান্তরক্ষী বাহিনীর সদস্য।
 
দেশটির পুলিশ জানায়, এই হামলায় নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে। হামলায় আহতদের উদ্ধার করে বোলান মেডিকেল কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানায় পুলিশ।
 
বেলুচিস্তানের প্রধানমন্ত্রী জাম কামাল এই হামলার নিন্দা জানিয়েছেন। হাজারা সম্প্রদায়ের এই মানুষগুলো বারবার সাম্প্রদায়িক সহিংসতার শিকার হয়।
 
জাতীয় মানবাধিকার কমিশনের তথ্যমতে, ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত সাম্প্রদায়িক সহিংসতার কারণে হাজারা সম্প্রদায়ের ৫০৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬২৭ জন।

 

 
 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন