কাগতিয়া দরবার শরীফের পীর সাহেব আল্লামা শায়খ ছৈয়্যদ মুহাম্মদ মুনির উল্লাহ আহমদী বলেছেন, বর্তমানে এমন এক কঠিন সময়ে আমরা উপনীত হয়েছি যে, এ যুগে ঈমান ধরে রাখা হাতের মুঠোয় জ¦লন্ত আগুন রাখার সমান। এমন সময়ে নূরে মোহাম্মদীর আলোকধারায় দিশেহারা মানবজাতির হেদায়তের পথে আরাধ্য পাঞ্জেরীরূপে আবির্ভূত হন কাগতিয়ার মরহুম পীর সাহেব। তিনি বলেন, আঁধারে পর্যবসিত মানবজাতির উত্তরণের জন্য নূরে মোহাম্মদীর বিকল্প নাই। প্রিয় রাসুল যে নূর, তার বাস্তবতা রয়েছে কাগতিয়ার তরিক্বতে। প্রিয় নবীর নূর এ দরবার থেকে মানুষকে দান করে যাচ্ছেন। এ নূর ক্বলবে নিলে ক্বলব আল্লাহর স্মরণে মশগুল হয়। দুনিয়ার প্রতি মোহ কমে, আখেরাতের দিকে ঝুঁকে এবং সদা-সর্বদা মৃত্যুর স্মরণ কলবে জাগ্রত থাকে। ফলশ্রæতিতে পাপে আসক্ত মানব হয় খোদাভীরু। কাগতিয়ার দর্শনে সারা পৃথিবীর মানুষ জাগ্রত হলে পৃথিবীটা হবে শান্তির নিকেতন। এ বার্তা পৌঁছানোর জন্যই আরবভূমিতে অনুষ্ঠিত হল এশায়াত মাহফিল। তিনি গত শুক্রবার সালানা ওরছ উপলক্ষে মুনিরীয়া যুব তবলীগ কমিটি সংযুক্ত আরব আমিরাত শাখার উদ্যোগে দুবাইস্থ আল মারাবিয়া স্ট্রিট, ডাসকু ক্লাবে আয়োজিত বিশাল এশায়াত মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি আরো বলেন, মুসলমানদের হারানো ঐতিহ্য পুনরুদ্ধারে কাগতিয়া দরবারের অবদান অনস্বীকার্য। এ দরবারের সংস্পর্শে একজন মানুষ হয়ে উঠে আশেকে রাসুল।
প্রবাসীদের অনুরোধে বাংলাদেশ থেকে আরব আমিরাতে আসায় প্রধান অতিথির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসী বক্তারা। কমিটির সাংগঠনিক তদারক পরিষদের আহবায়ক আলহাজ্ব নূর মুহাম্মদ সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এশায়াত মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সংযুক্ত আরব আমিরাত ওলামা পরিষদের আহবায়ক আলহাজ্ব মাওলানা শফিউল আলম, মাওলানা মাহাবুবুল আলম বোগদাদীসহ আরো অনেকে। বিশেষ অতিথি ছিলেন বৃহত্তর চট্টগ্রাম সমিতির উপদেষ্টা অধ্যাপক আবদুর সবুর, মহিউদ্দিন মহিন। শারজাহ প্রবাসী ব্যবসায়ী ফোরাম ও চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রবাসী আওয়ামীলীগ সভাপতি লায়ন মুহাম্মদ নজরুল ইসলাম। ইউ.এ.ই আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মহিউদ্দিন ইকবাল, দুবাই রাউজান সমিতি ও দুবাই বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কাসেম, আজমান রাউজান সমিতির সভাপতি মুহাম্মদ জাহাঙ্গির আলমসহ আমিরাতের বিশিষ্ট কমিউনিটি নেতৃবৃন্দ। মাহফিলে দেশ, জাতি, বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও উপস্থিত সকলের ইহকালীন কল্যাণ, পরকালীন মুক্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন