শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

অভিভাবকদের সচেতনতা জরুরি

| প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০১৯, ১২:০৬ এএম

আজকাল অনেক উঠতি বয়সের ছাত্রছাত্রী গুরুজনের সঙ্গে দুর্ব্যবহার করছে। শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনা প্রায়ই মিডিয়ার খবরে উঠে আসছে। মা-বাবারা আগের মতো শিশুদের উপযুক্ত বাল্যশিক্ষা দিয়ে গড়ে তুলছেন না। শিশুদের নীতিবোধ শিক্ষাকে গুরুত্বই দেওয়া হয় না। অল্প বয়সেই কিশোরদের হাতে অভিভাবকরা আবদার অনুযায়ী মোবাইল কিনে দিচ্ছেন, যা আজকাল তরুণ-কিশোরদের তথা স্কুল-কলেজ পড়ূয়া শিক্ষার্থীদের ভবিষ্যৎ বাধাগ্রস্ত হওয়ার প্রধান অস্ত্র। সন্তানরা কোথায় যায়, কার সঙ্গে মেশে, তা তদারকির দায়িত্ব অভিভাবকদের। পিতা-মাতা যদি সঠিক নজর রেখে শিশুকে গড়ে
তোলেন, তাহলে উঠতি বয়সে এসব শিশু অশালীন কর্মকাণ্ডে লিপ্ত হতে পারে না। ভবিষ্যৎ প্রজন্ম এই শিশুদের সঠিকভাবে গড়ে তুলতে অভিভাবকদের সচেতনতা জরুরি। আজকের দিনের তরুণরাই আগামীর ভবিষ্যৎ। তাই তরুণদের দিকে বিশেষ দৃষ্টি দেওয়া জরুরি।
তাইফুর রহমান মুন্না
মোরেলগঞ্জ, বাগেরহাট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন