বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কাগতিয়া দরবার শরীফে পবিত্র শবে বরাত মাহফিলে মুসল্লিদের জনস্রোত

প্রেস বিজ্ঞপ্তি : | প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

হযরতের সারা জীবনের কান্না ছিল হে আল্লাহ! তুমি এই তরিক্বতকে আরব থেকে আজমে জ¦ীন থেকে ইনসানের মধ্যে পৌঁছে দাও। এই দোয়া আল্লাহর রহমতে আজ বাস্তব। এই তরিক্বত শান্তি প্রতিষ্ঠার অনন্য ক্ষেত্র। মানবাত্মার হৃদয়ে শান্তিধারা প্রতিষ্ঠিত হয় এই তরিক্বতের সংস্পর্শে। এই তরিক্বতের জিম্মাদার স্বয়ং আল্লাহ ও রাসূল। যার আলোকআভায় মানুষ আলোকিত মানুষে পরিণত হচ্ছে। অশান্ত পৃথিবীতে শান্তি স্থাপনে বিরল ভ‚মিকা পালন করে যাচ্ছে। হযরত হলেন একজন শান্তি প্রতিষ্ঠার অনন্য দিকপাল। 

গত রোববার চট্টগ্রাম কাগতিয়া আলীয়া দরবার শরীফের ৬৬ তম পবিত্র শবে বরাত মাহফিলে বক্তারা এ কথা বলেন। বাদ যোহর থেকেই অনুষ্ঠিত মাহফিলে টুপি ও তসবিহ হাতে কেউবা পায়ে হেটে, আবার কেউবা গাড়ি যোগে দলে দলে আসতে শুরু করে এ দরবারের লাখো অনুসারী, ভক্ত, আলেম, হাফেজ, যুবক, এলাকাবাসী। সর্বস্তরের ধর্মপারায়ণ মুসলমাদের উপস্থিতিতে কাগতিয়া দরবার শরীফসহ আশপাশের এলাকা লোকে লোকারণ্য হয়ে যায়। মাহফিল রূপ নেয় মুসল্লিদের জনস্রোতে। এ উপলক্ষে গৃহিত বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল, বাদ যোহর জিয়ারত, মিলাদ-কিয়াম, মোনাজাত, খতমে কোরআন শরীফ ও শবে বরাত শীর্ষক আলোচনা, বাদ আছর খতমে শেফা, খতমে খাজেগান। বাদ মাগরিব ফাতেহা শরীফ আদায় ও ইছালে ছওয়াব, মোরাকাবা, ওলামায়ে কেরামের তকরীর ও তাবারুক বিতরণ। মাহফিল গতকাল সোমবার বাদ ফজর আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন