কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাসচাপায় এক কৃষক নিহত হয়েছেন। নিহত কৃষকের নাম মাইন উদ্দিন (৩৪)। সোমবার দুপুরে উপজেলার শ্রীরামদী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মাইন উদ্দিন উপজেলার চরফরাদী ইউনিয়নের চরপাড়াতলা গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে।
জানা যায়, মাইন উদ্দিন সোমবার সকালে উপজেলার শ্রীরামদী গ্রামে বোনের বাড়িতে বেড়াতে যান। সেখান থেকে বাড়িতে ফেরার সময় কিশোরগঞ্জ-পাকুন্দিয়া সড়কের শ্রীরামদী এলাকায় ঢাকাগামী অনন্যা ক্লাসিক পরিবহন (ঢাকা মেট্রো-ব ১১-১৫৮) তাকে চাপা দিয়ে চলে যায়।
পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পরপরই স্থানীয় জনতা ঢাকা থেকে কিশোরগঞ্জগামী অনন্যা ক্লাসিক পরিবহনের দু’টি ও নান্দাইল থেকে ঢাকাগামী একটি জলসিড়ি বাস ভাঙচুর করে।
পাকুন্দিয়া থানার এসআই উবাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন