শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ছায়েরার বাল্য বিয়ে বন্ধ করলেন ইউএনও শাম্মি ইসলাম

ঝিনাইদহ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০১৯, ৩:৫৫ পিএম

ঝিনাইদহ শহরের মুরারীদহ গ্রামে অভিযান চালিয়ে বাল্য বিয়ে বন্ধ করেছেন ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার শাম্মি ইসলাম। বুধবার তিনি গোপন সূত্রে খবর পেয়ে মেয়ের বাড়িতে উপস্থিত হয়ে এই বিয়ে বন্ধ করেন এবং মেয়ের পিতা সালাহউদ্দীনকে ৩ হাজার টাকা জরিমানা করেন। নির্বাহী অফিসার শাম্মি ইসলাম জানান, ঝিনাইদহ শহরের মুক্তিযোদ্ধা মসিউর রহমান বালিকা বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে ছায়েরা খাতুন। তাকে বিয়ে দেওয়ার জন্য তার পিতা গোচগাছ করছিল। খবর পেয়ে মুরারীদহ গ্রামে উপস্থিত হয়ে ছায়েরা খাতুনের বাল্য বিয়ে বন্ধ করা হয় এবং মেয়েকে উপযুক্ত বয়সে বিয়ে দিবেন বলে মুচলেকা আদায় করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন