স্পোর্টস রিপোর্টার : ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর্ণ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ও ফ্র্যাঞ্চাইজি আসর বাংলাদেশ সুপার লিগের (বিএসএল) খেলা সারা দেশে ছড়িয়ে দিতে ১০টি স্টেডিয়াম সংস্কার করা জরুরি। আর এটা করতে সরকারের সহযোগিতা কামনা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। গতকাল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সভায় বাফুফে কর্তারা সরকারের এই সহযোগিতা চান। সভায় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব কাজী আখতার উদ্দিন আহমেদ, যুগ্ম সচিব ওমর ফারুক, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব অশোক কুমার বিশ্বাস ও পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) নারায়ণ চন্দ্র দেবনাথ, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম মুর্শেদী এবং সহ-সভাপতি বাদল রায়।
সভায় বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন যে দশটি স্টেডিয়াম সংস্কারের আহŸান জানান সেগুলো হলো- ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়াম, চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম, সিলেট জেলা স্টেডিয়াম, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, খুলনা ও গোপালগঞ্জ জেলা স্টেডিয়াম। এই স্টেডিয়ামগুলোতে বিপিএল ও বিএসএলের খেলগুলো যাতে ভালো ভাবে আয়োজন করা যায়, তার জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহŸান জানান বাফুফে কর্তারা।
সভা শেষে যুব ও ক্রীড়া সচিব কাজী আখতার উদ্দিন আহমেদ বলেন, ‘আমরা বাংলাদেশের ফুটবলের ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য সাহায্য ও সহযোগিতা করতে চাই। দেশের ফুটবল উন্নয়নে সরকার সর্বাত্মক সহায়তা করবে। প্রিমিয়ার লিগ ও বিএসএল পরিচালনার জন্য দেশের দশটি স্টেডিয়াম সংস্কার ও প্রয়োজনীয় অবকাঠামো নির্মানের জন্য আমরা কাজ করবো। এ ব্যাপারে কোন কোন স্টেডিয়ামের কি চাহিদা তা নিরুপনের জন্য জাতীয় ক্রীড়া পরিষদ ও বাফুফে যৌথভাবে একটি কমিটি গঠন করে ৭ জুনের মধ্যে আমাদের কাছে রিপোর্ট দেবে। ওই রিপোর্ট অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেব আমরা। স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে বাস্তবায়নের উদ্যোগ নেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। দেশের ৬৪ জেলায় ফুটবল লিগ পরিচালনার জন্য সংশ্লিষ্ট জেলা ক্রীড়া সংস্থা (ডিএসএ) ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিএফএ) সমন্বয়ে একটি পঞ্জিকা প্রণয়ন করা হবে। ওই পঞ্জিকা অনুযায়ী খেলা চলবে।’ সিলেট বিকেএসপি দীর্ঘ মেয়াদী বরাদ্দ প্রসঙ্গে যুব ও ক্রীড়া সচিব বলেন, ‘বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) সিলেট শাখা পরিচালনার জন্য বিকেএসপির নিজস্ব প্রোগ্রাম রয়েছে। সব কিছু সমন্বয় করে কিভাবে এর সুরাহা করা যায় তা সিদ্ধান্ত নেবে বিকেএসপির গভর্নিং বডি।’
পরে বাফুফে ভবনে কাজী সালাউদ্দিন মিডিয়াকে বলেন, ‘দেশের ফুটবলে জাগরণ তৈরি করতে সরকারের সহযোগিতা ছাড়া অন্য কোনও পথ নেই। তাই আমরা সরকারের দ্বারস্থ হয়েছি এবং আশা করছি এ ব্যাপারে সরকার দ্রæত ইতিবাচক পদক্ষেপ নেবে।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন