শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

চাঁদপুরে পুলিশ জেলে সংঘর্ষ, এক পুলিশ সদস্য নিখোঁজ

চাঁদপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ এপ্রিল, ২০১৯, ১১:০৮ এএম

চাঁদপুরের হাইমচর উপজেলায় মেঘনা নদীতে পুলিশের সাথে জেলেদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পাঁচ রাউন্ড ফাঁকাগুলি ছোড়ে।
শুক্রবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে পুলিশ সদস্য কনস্টেবল মোশারফ হোসেন নিখোঁজ রয়েছেন।
হাইমচর থানার ওসি শেখ মহসীন আলম জানান, হাইমচরের চরকোড়ালিয়ায় রাতে ট্রলারযোগে ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে পুলিশ অভিযান চালায়। পথিমধ্যে হাইমচর কলেজঘাট এলাকায় মেঘনা নদী পাড়ে পুলিশ দেখে জাটকা ধরতে থাকা অসাধু জেলেরা হামলা চালায়।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারলেও পুলিশ সদস্য মোশারফ নিখোঁজ হয়। তারপর ফায়ার সার্ভিস নৌ-পুলিশসহ নদীতে খোঁজ করলেও এখনো মোশারফকে উদ্ধার করা সম্ভব হয়নি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন