শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

চাঁদপুর থেকে | প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০১৯, ১১:১০ এএম | আপডেট : ১১:২৯ এএম, ২৮ এপ্রিল, ২০১৯

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের শাহরাস্তি উপজেলার কাঁকৈরতলা পশ্চিম বাজারে সিএনজি-বাসের মুখোমুখি সংঘর্ষে
৫ জন নিহত হয়েছে। মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ ঘটনাস্থলে ৪ জন এবং হাসপাতালে নেওয়ার পর আরো ১জনসহ মোট ৫জনের মৃত্যু হয়েছে।‎

রোববার সকালে চাঁদপুর থেকে ঢাকাগামী কর্ডোভা বাসের সাথে কুমিল্লার মুদাফরগঞ্জ থেকে আসা সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় এক মহিলাসহ চারজন ঘটনাস্থলে নিহত হয়। অপরজনকে আহতাবস্থায় শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

নিহতরা হলো রঞ্জিত চন্দ্র (৫২), ফখরুল ইসলাম(৭৫), আবুল কালাম(৬২), জান্নাতুল ফেরদৌস (২৮) ও তার ছেলে রুমান(৮)। তাদের মরদেহ শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহআলম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় এক মা ও তার শিশু সন্তানসহ ৫জন নিহত হয়েছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন