শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

হাটহাজারীতে তেলবাহী ট্রেন লাইনচচ্যুত

হাটহাজারী উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০১৯, ৬:১৬ পিএম | আপডেট : ৭:৪৭ পিএম, ২৯ এপ্রিল, ২০১৯

চট্টগ্রাম থেকে হাটহাজারী বিদ্যুৎকেন্দ্রে যাওয়ার পথে তেলবাহী তিনটি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। এর মধ্যে একটি ওয়াগন সেতু ভেঙ্গে খালে পড়েছে। সোমবার (২৯ এপ্রিল বিকেল) ৩টার দিকে চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার দেওয়ান নগর এলাকায় নাজিরহাটমুখী রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। তিনটি ওয়াগন লাইনচ্যুত হয়ে পড়ার পর সেতুর গার্ডার ভেঙ্গে একটি ওয়াগন খালে পড়ে গেছে। এতে তেল ছড়িয়ে পড়েছে বলে স্থানিয়রা জানিয়েছেন। জানাগেছে, জরুরী ভিত্তিতে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গেছে। চট্টগ্রাম থেকে একটি রিলিফ ট্রেন রওনা দিয়েছে। লাকসাম থেকে আরেকটি রিলিফ ট্রেনকে চট্টগ্রামে যেতে বলা হয়েছে। এছাড়া রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। তেলগুলো হালদা নদীতে ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। তবে হালদা নদীতে যাতে ছড়িয়ে পড়তে না পারে সেইজন্য হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন ও প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ নিয়াজ মোর্শেদ সহ দূর্ঘটনাস্থল হতে আনুমানিক ৪কিলোমিটার ভিতরে হালদা নদীর প্রবেশ মুখে বেশ কয়েকটি অস্থায়ী বাঁধ নির্মাণ কাজ শুরু করে দিয়েছে বলে জানা যায়। তবে কোন লোক হতাহতের খবর পাওয়া যায়নি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন