চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন এম জহিরুল আলম দোভাষ। গতকাল সোমবার দুপুরে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় বোর্ড সদস্য, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। নগর আওয়ামী লীগের সহ-সভাপতি এম জহিরুল আলম দোভাষ এর আগে সিডিএ’র বোর্ড সদস্য ছিলেন। তিনি সদ্য বিদায়ী চেয়ারম্যান আবদুচ ছালামের স্থলাভিষিক্ত হয়ে ২৪তম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান।
এর আগে জহিরুল আলম টানা চারবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলরের দায়িত্ব পালন করেন। প্রসঙ্গত সিডিএ’র নবনিযুক্ত চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী জানে আলম দোভাষের পুত্র। তিনি সজ্জন ও পরিচ্ছন্ন রাজনীতিক হিসেবে পরিচিত।
মন্তব্য করুন