শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

শুরু হয়ে গেল বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১ মে, ২০১৯, ৬:৩৮ পিএম

শুরু হয়ে গেল বাংলাদেশের বিশ্বকাপ-যাত্রা। আগামী সপ্তাহে শুরু আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের পরই ১৭ কিংবা ১৮ মে বাংলাদেশ পা রাখবে ইংল্যান্ডে।
আজ সকাল সাড়ে ১০টায় আয়ারল্যান্ডের উদ্দেশ্যে মাশরাফির নেতৃত্বে ঢাকা ছাড়ে টাইগাররা। দুবাইয়ে যাত্রা বিরতির পর আয়ারল্যান্ড পৌঁছাবে মাশরাফিবাহিনী। তবে সকালে দলের সঙ্গে যাননি অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি রাতে সপরিবারে আয়ারল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। আর মঙ্গলবার (৩০ এপ্রিল) রাতে ঢাকা ছেড়েছেন দীর্ঘদিন পর দলে ফেরা ফরহাদ রেজা।

২০০৩ সালে প্রথম বিশ্বকাপ খেলেছিলেন মাশরাফি। ২০০৭ সালে মাশরাফির হাত ধরেই বিশ্বকাপে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ। ২০১৫ সালে মাশরাফির নেতৃত্বে দল গিয়েছিল কোয়ার্টার ফাইনালে। এবার নড়াইল এক্সপ্রেস ইংল্যান্ডে খেলতে যাচ্ছেন নিজের শেষ বিশ্বকাপ। বিশ্বকাপে দল যেন সেরা পারফরম্যান্স করতে পারে দেশ ছাড়ার আগে এজন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মাশরাফি। এবার শিরোপা জয় করতে চান মাশরাফি। দেশকে দিতে চান বিশ্বকাপের মুকুট। কিন্তু এখনই সেই স্বপ্নের পেছনে ছুটছেন না অধিনায়ক। প্রথমে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে ভালো করতে চান। এরপর ধাপে ধাপে এগোতে চান বিশ্বকাপের মঞ্চে।

গত পরশু সংবাদ সম্মেলনে মাশরাফি দলের লক্ষ্য, নিজেদের চাওয়া-পাওয়া, পরিকল্পনা, শক্তির জায়গা, দুর্বলতা নিয়ে খোলাখুলি কথা বলেছেন। আজও বিমানবন্দরে গণমাধ্যমের সামনে এসেছিলেন অধিনায়ক। তবে আজ খেলা নিয়ে তেমন কিছুই বলেননি। যাবার বেলায় দেশবাসীকে পাশে থাকতে, ভরসা রাখতে অনুরোধ করেছেন।

‘বাংলাদেশ দল যাচ্ছে বিশ্বকাপ খেলতে। সবাই দোয়া করবেন। ভুল-ত্রুটি হলে ক্ষমা করবেন। সবাই আমাদের পাশে থেকে সমর্থন দেবেন। ইনশাআল্লাহ আমরা সেরাটা দেওয়ার চেষ্টা করব। ভালো ফলের প্রত্যাশায় আছি। আপনাদের দোয়া, সমর্থন নিয়েই আমরা এগিয়ে যাবে’- বলেছেন মাশরাফি।

মেহেদী হাসান মিরাজ বললেন- এটা আমাদের অনেক লম্বা সফর। লম্বা এই সফরটা যেন আমরা ভালোভাবে শেষ করে আসতে পারি, দোয়া করবেন। আমরা চেষ্টা করব ভালো ক্রিকেট খেলার।

মোস্তাফিজুর রহমান বললেন - বিশ্বকাপ একটা বড় ইভেন্ট। বড় ইভেন্টে বড় লক্ষ্য নিয়েই যেতে হয়। আমরাও বড় লক্ষ্য নিয়ে যাচ্ছি। দোয়া করবেন যেন লক্ষ্যটা পূরণ করতে পারি।

মোহাম্মদ মিঠুন বললেন- প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছি, অনেক রোমাঞ্চিত, সেটা বলব না। আমরা আমাদের দিকে শতভাগ চেষ্টা করব। আগে যে ভুল করেছি, সেটা করা যাবে না। দেশের মানুষের কাছে একটাই চাওয়া, আমাদের জন্য দোয়া করবেন এবং আস্থা রাখবেন।

বাংলাদেশের প্রথম অধিনায়ক হিসেবে মাশরাফি দুটি বিশ্বকাপে অধিনায়কত্ব করতে যাচ্ছেন। বিশ্বকাপে ৫ ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া মাশরাফি এবার ৯ ম্যাচে অধিনায়কত্ব করে ছাড়িয়ে যাবেন হাবিবুল বাশার সুমনকে। হাবিবুল ২০০৭ সালে বাংলাদেশকে ৯ ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন। মাশরাফি উঠে যাবেন সবার ওপরে। হাবিবুল, খালেদ মাসুদ, আমিনুল, সাকিব কেউই বাংলাদেশকে শিরোপা দিতে পারেননি। মাশরাফি কি পারবেন? সময় জানিয়ে দেবে সেই উত্তর।

৫ মে ত্রিদেশীয় সিরিজ শুরু হলেও বাংলাদেশের প্রথম ম্যাচ ৭ মে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। আয়ারল্যান্ডে পৌঁছে শুক্রবার ও শনিবার অনুশীলন করবে দল। ৫ মে আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। ১৭ মে টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।
ত্রিদেশীয় সিরিজ শেষে বিশ্বকাপ খেলতে সেখান থেকে ইংল্যান্ড যাবে বাংলাদেশ। ২৬ মে কার্ডিফে পাকিস্তান আর ২৮ মে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে মাশরাফিরা।

৩০ মে এবারের বিশ্বকাপ আসর শুরু হলেও বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে ২ জুন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে। ৫ জুন টাইগাররা লড়বে কিউইদের বিপক্ষে, ৮ জুন স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে তারা। শিডিউল অনুযায়ী ১১ জুন রয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ, ১৭ জুন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ২০ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে, ২৪ জুন আফগানিস্তান, ২ জুলাই ভারতের বিপক্ষে এবং ৫ জুলাই পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

সবকিছু ঠিক থাকলে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে আয়ারল্যান্ডে বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজে পারফরম্যান্স কেমন হয় তাই এখন দেখার অপেক্ষা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন