সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের হ্যাটট্রিক জয়

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২ মে, ২০১৯, ৩:০৭ পিএম

বিশ্বকাপ খেলতে সবার আগে ইংল্যান্ডে পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল। সেখানে প্রস্তুতি ম্যাচে একের পর এক জয় পাচ্ছে সরফরাজ বাহিনী। টানা তিন ম্যাচে জয় পেয়ে রীতিমতো উড়ছে পাক ক্রিকেটাররা।

এর চেয়েও বড় স্বস্তির খবর হচ্ছে- ফর্মে ফিরেছেন পাকিস্তানের টপঅর্ডার ব্যাটসম্যানরা। জয়ের হ্যাটট্রিকের সঙ্গে সেঞ্চুরির হ্যাটট্রিক হাঁকিয়েছেন তারা।

প্রথম ৫০ ওভারের ট্যুর ম্যাচে অপরাজিত শতক করেন ইমাদ ওয়াসিম। দ্বিতীয় ম্যাচে তিন অংকের ম্যাজিক ফিগার স্পর্শ করেন ফখর জামান। সবশেষ তৃতীয় ম্যাচটি হয় টি-টোয়েন্টি। সেই ম্যাচে তিন অংক ছোঁয়া ইনিংস খেলেছেন মিডল অর্ডার বাবর আজম।

ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করনের ম্যাচে বাবরের প্রথম সেঞ্চুরির ম্যাচে বুধবার লেস্টারশায়ারকে ৫৮ রানে হারিয়েছে সফরকারীরা।

গেল ম্যাচেও ফিফটি পান বাবর। তবে এদিন নিজেকে ছাড়িয়ে যান তিনি। মাত্র ৬৩ বলে সেঞ্চুরি তুলে নেন পাকিস্তানের ব্যাটিং লাইনআপের মেরুদণ্ড বাবর। ১৩ চার ও ২ ছক্কায় ১০১ রানের বিধ্বংসী ইনিংস খেলে ম্যাচ জয়ে বড় ভূমিকা রাখেন তিনি।

ফখর জামানের সঙ্গে ওপেনিংয়ে ১০৪ রানের জুটি গড়েন বাবর। তার চেয়ে কম যাননি ফখরও। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান করেন ৩০ বলে ৫২ রান। শেষ পর্যন্ত ২০ ওভারে পাকিস্তানের স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ২০০।

জবাবে শুরুটা শুভ হয়নি লেস্টারশায়ারের। ৬ ওভারের মধ্যে ৩৯ রানেই ৩ উইকেট খোয়ায় ইংলিশ কাউন্টি ক্লাবটি। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা লেস্টারশায়ার শেষ পর্যন্ত ৪ বল বাকি থাকতে অলআউট হয়। দলীয় স্কোর বোর্ডে তুলতে পারে ১৪২ রান।

এর আগে শনিবার কেন্টের বিপক্ষে ১০০ রানের জয় দিয়ে সফর শুরু করে পাকিস্তান। সোমবার নর্থাম্পটনশায়ারের বিপক্ষে সরফরাজদের জয় ছিল ৮ উইকেটে।

এদিকে আগামী রোববার ইংল্যান্ডের বিপক্ষে কার্ডিফে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ খেলবে পাকিস্তান। এরপর স্বাগতিদের সঙ্গে বিশ্বকাপের আগে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ খেলবেন সরফরাজরা। আগামী ৮ মে ওভালে হবে প্রথম ওয়ানডে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন