বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

প্রথম বলেই রোমাঞ্চিত তারা

স্পোর্টস রিপোর্টার : | প্রকাশের সময় : ৩ মে, ২০১৯, ১:৪৯ এএম

বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াডের সাতজন প্রথমবারের মতো খেলবেন ইংল্যান্ডে হতে যাওয়া বিশ্বকাপে। মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক- এই চতুষ্টয় নিজেদের চতুর্থ বিশ্বকাপ খেলবেন। মাহমুদউল্লাহ রিয়াদ ও রুবেল হোসেন খেলবেন তৃতীয় বিশ্বকাপ। সৌম্য সরকার, সাব্বির রহমান রাঙাবেন দ্বিতীয় বিশ্বকাপ। তাদের সঙ্গে মুস্তাফিজ, মিঠুন, মিরাজ, সাইফউদ্দিন, রাহী, লিটন ও মোসাদ্দেক প্রথমবারের মতো যাচ্ছেন বিশ্বকাপ মঞ্চে। রোমাঞ্চ ছুঁয়ে যাচ্ছে বিশ্বকাপে অভিষেকের অপেক্ষায় থাকা এি তরুনদের। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের পর বাংলাদেশ যাবে বিশ্বকাপ মঞ্চে। আয়ারল্যান্ডের বিমানে বসার আগে নিজেদের অনুভূতি জানিয়েছেন এভাবে-
‘দেশের মানুষের কাছে একটাই চাওয়া আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের ওপর বিশ্বাস রাখবেন’ -মোহাম্মদ মিঠুন
‘অবশ্যই দলে ভূমিকা রাখাটাই বড়। আমরা যদি সেমিফাইনালে যেতে পারি তাহলে আমাদের ইচ্ছা পূরণ হবে’ -মোসাদ্দেক হোসেন সৈকত
‘বিশ্বকাপ আমাদের ক্রিকেটের সবচেয়ে বড় ইভেন্ট। এখানে সবাই খেলতে চায়, সবার লক্ষ্য থাকে ভালো কিছু করার। আমাদের মানসিকতাও সেরকমই। আর ইনজুরি থেকে সেরে উঠছি। এখন পূর্ণ ছন্দ ফিরে পাওয়ার ব্যাপারে আশাবাদী। প্রথম বিশ্বকাপে যাচ্ছি। অনেক রোমাঞ্চিত অবশ্যই’ -মুস্তাফিজুর রহমান
‘আসলে শুধু সুযোগ পেলে তো হবে না, সুযোগ কাজে লাগাতে হবে। টিম ম্যানেজমেন্ট আমার ওপর আস্থা রেখেছে। আমিও চেষ্টা করব ভালো কিছু করার’ -মোহাম্মদ সাইফউদ্দিন
‘বিশ্বকাপ আমাদের জন্য একটা লম্বা সফর। সবার কাছে দোয়া চাই। আপনার আমাদের পাশে থাকবেন’ -মেহেদী হাসান মিরাজ
‘আমরা ভালো দল। অনেক ভালো পারফর্ম করার সামর্থ্য রয়েছে আমাদের। আমরা সেই চেষ্টা করব’ -লিটন দাস

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন