শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

ফিটনেস নিয়ে সন্তুষ্ট ক্রুইফ

প্রকাশের সময় : ২৬ মে, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : জাতীয় ফুটবল দলের খেলোয়াড়দের ফিটনেস নিযে সন্তুষ্ট ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফ। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের প্লে-অফে তাজিকিস্তানের বিপক্ষে খেলতে দলকে এখন প্রস্তুত করতে ব্যস্ত এই ডাচম্যান। গতকাল বিকালে কমলাপুর স্টেডিয়ামে অনুশীলনের ফাকে মিডিয়ার মুখোমুখি হন ক্রুইফ। জাতীয় দলের ফিটনেস প্রসঙ্গে তিনি বলেন, ‘দলের ফিটনেস লেভেল নিয়ে আমি খুশি। ফুটবলাররা খেলার মধ্যেই ছিল। তাই তারা সহজেই লেভেলটায় পৌঁছে গেছে। আসলে খেলা না থাকাকালীন কি কি করণীয় তা বাংলাদেশের খেলোয়ড়রা মেনে চলে না।’ ক্রুইফ আরও বলেন, ‘আমি কোন খেলোয়াড়দের নিয়ে চূড়ান্ত দল গড়বো তা আমার মাথায় রয়েছে। তবে এটি এখনও প্রকাশের সময় আসেনি। আমি আর ক’টা দিন দেখবো। ম্যাচ খেলতে তাজিকিস্তান যাওয়ার আগে একটি প্র্যাকটিস ম্যাচ খেলতে পারলে খুব ভালো হতো। এসব ম্যাচে পরখ করা যায়, খেলোয়াড়রা যা যা অনুশীলন করেছে তা মাঠে বাস্তবায়িত করতে পারছে কিনা। তবে ম্যাচ খেলতে পারিনি বলে চিন্তার কিছু নেই। তাজিকিস্তানের মান সম্পর্কে আমরা জানি। কারণ আমরা ওদের বিপক্ষে খেলেছি। আমরা আমাদের প্রস্তুতি নিয়েই এগিয়ে চলবো।’
বাংলাদেশের ডাচ কোচ দলের সেট পিসে মনোযোগী হয়েছেন। তাজিকিস্তানের বিপক্ষে যাতে মামুনুলরা সেট পিসে আর ভুল না করে  সেদিকে বিশেষ মনোযোগ দিচ্ছেন ডি ক্রুইফ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা প্রতিদিন দু-বেলা কঠিন পরিশ্রম করে চলেছি। আমাদের লক্ষ্য সুনির্দিষ্ট। তাজিকিস্তানের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে আমরা লড়তে চাই, আমরা বল ও কৌশল দুটো নিয়েই কাজ করছি। আমার কাজ হচ্ছে তাজিকিস্তান চ্যালেঞ্জের জন্য দলকে প্রস্তুত করা।’
ক্রুইফ যোগ করেন, ‘আমরা গতি ও বল নিয়ন্ত্রণ উভয় বিষয়েই কাজ করছি। ম্যাচ খেলছি ৬ ঢ ৬, ৮ ঢ  ৮ ধারায়। এখানে কোনও  খেলোয়াড় কিছুই লুকাতে পারবে না। আমি নতুনদের পর্যবেক্ষণ করছি। আমি আশা করি, তাজিকিস্তানের বিপক্ষে ভালো ফুটবল  খেলবে বাংলাদেশ।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন