নওগাঁ জেলা সংবাদদাতা : সোনালী ব্যাংক লিমিটেড সিএসআরের আওতায় নওগাঁয় গরিব, অসহায় ও দুস্থদের শীতবস্ত্র বিতরণ এবং গরিব মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তির চেক প্রদান করা হয়েছে। সম্প্রতি নওগাঁ শহরের কেডির মোড়ে অবস্থিত সোনালী ব্যাংক লিমিটেড প্রিন্সিপাল শাখায় এ বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁর ডেপুটি জেনারেল ম্যানেজার হাসানুল বান্না।
এ সময় অত্র শাখার অ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার মনমথনাথ মালাকার, সোনালী ব্যাংক লিমিটেড প্রিন্সিপাল শাখা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আসাদুজ্জামানসহ অত্র শাখার সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন। পরে শতাধিক গরিব, অসহায় ও দুস্থদের শীতবস্ত্র এবং ৩০ জন মেধাবী শিক্ষার্থী প্রত্যেককে ১৫ হাজার টাকা করে উপবৃত্তির চেক প্রদান করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন