বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাহিত্য

পাখির ক্রন্দন

২৯ মে কবি শাহীন রেজার ৫৪তম জন্মদিন। জন্মদিন উপলক্ষে ইনকিলাব সাহিত্যের পক্ষ থেকে কবিকে অফুরান শুভেচ্ছা।

প্রকাশের সময় : ২৭ মে, ২০১৬, ১২:০০ এএম

শাহীন রেজা

ডানা ভেঙে পাখিটা পড়লো মাটিতে
ঠিক পায়ের কাছে মুখ থুবড়ে
তার ওড়ার সীমানা ক্ষুদ্র হয়ে এসেছিলো আগেই
সে জানতো আকাঙ্খার রঙ সে তো নীল
আর তাই সুনীল আকাশ স্পর্শের ইচ্ছায়
পালকের সমস্ত শক্তি একত্র করে
সে দিয়েছিলো ঝাপ; কিন্তু হঠাৎ
বাতাসের তীব্র ঘূর্ণন কেড়ে নিলো তার অদম্য সাহস
ডানার শক্তিটুকু এবং তাকে
ছুঁড়ে দিলো পৃথিবীতে; মৃত্যুর কাছাকাছি

পাখিদের কষ্টগুলো পাখিদেরই জানা
একটি পাখির কষ্টে এগিয়ে এলো অনেক পাখি
তাদের উড়ন্ত ডানা ঢেকে দিলো সূর্যকে
আড়াল করে দিল সমস্ত আকাশ সমগ্র নীল
তারা ডাকতে লাগলো তারা নাচতে লাগলো
পাখিদের বিলাপে সৃষ্টি হলো এক ধরনের সুর    
            সমস্ত চরাচর জুড়ে
পাখিরা ছিঁড়তে লাগলো তাদের পালক
ক্রোধে ও জিঘাংসায় শানিত করতে থাকলো ঠোঁট
এবং পাখিদের লড়াই শুরু হলো
তাদের শত্রু বাতাস; তারা লড়তে লাগলো    
লড়তে লড়তে একসময় আকাশ ফর্সা হলো
স্তব্ধ বাতাসে ভাসতে থাকলো মৃত্যু আর রক্তের গন্ধ
ডানাহীন পাখিটা তাকালো মুখ তুলে
স্পর্ধিত চোখে সে ছুঁয়ে গেলো নীল শুধু নীল
অসীম আনন্দে তার চোখে নেমে এলো আরেক আকাশ

প্রশান্তির অশ্রু আলাদা
‘মুক্তি’ Ñসে তো বিসর্জনের অন্য নাম

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন