শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

শিবচরে আবাসিক হোটেল থেকে কিশোরীর মরদেহ উদ্ধার

মাদারীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ মে, ২০১৯, ১০:১২ এএম

মাদারীপুর জেলার শিবচর পৌর এলাকার একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে ইন্নি আক্তার (১৪) নামের এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে শিবচর থানা পুলিশ।


রোববার (৫ মে) সন্ধ্যায় পৌর এলাকার উৎসব চাইনিজ রেস্টুরেন্টের তৃতীয় তলার আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় রুবেল খান (১৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

পুলিশের ধারণা ধর্ষণের পর শ্বাসরোধ করে এ হত্যাকাণ্ড ঘটানো হয়। আটককৃত রুবেল শিবচরের কাঁঠালবাড়ী এলাকার তোতা খানের ছেলে।

পুলিশ জানায়, আবাসিক হোটেলের একটি কক্ষে এক মেয়ের লাশ রয়েছে, এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়। নিহত ইন্নি আক্তার পৌর এলাকার শেখ ফজিলাতুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী বলে পুলিশ জানায়। এ ঘটনায় হোটেলটির সিসি টিভি'র ফুটেজ দেখে শিবচরের কাঁঠালবাড়ী ঘাট থেকে রুবেল খান নামের যুবককে আটক করে।

সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) আবির মাহমুদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ধর্ষণের পর শ্বাসরোধ করে মেয়েটিকে হত্যা করা হয়েছে। সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য লাশ মাদারীপুর মর্গে পাঠানো হচ্ছে। হত্যার শিকার ইন্নির পরিবার পৌর এলাকার স্বাস্থ্য কলোনীর একটি বাসায় ভাড়া থাকতো। তার বাবার নাম মৃত ইলিয়াস মুন্সী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন