শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

উচ্ছ্বাস-আনন্দে ভাসছে আইডিয়ালের শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ মে, ২০১৯, ২:৫৬ পিএম | আপডেট : ৪:০১ পিএম, ৬ মে, ২০১৯

মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এসএসসির ফল জানতে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ফলপ্রার্থী ও অভিভাবকদের উপস্থিতি। সবার উৎকণ্ঠার অবসান ঘটিয়ে যখন আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হয়, সঙ্গে সঙ্গেই উচ্ছ্বাস, আনন্দ আর হৈ হুল্লোড়ে ভেসে যায় পুরো আইডিয়াল প্রাঙ্গণ।

আশানুরূপ ভালো ফলাফলে আনন্দের বন্যায় মেতে উঠে আইডিয়ালের শিক্ষার্থীরা। দল বেঁধে উল্লাস আর ‘আইডিয়াল, আইডিয়াল’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠে ক্যাম্পাস। দীর্ঘ সাধনা-পরিশ্রমের পর কাঙ্ক্ষিত ফল পেয়ে আনন্দ উদযাপনে ব্যস্ত হয়ে পড়ে তারা। বিজয় চিহ্ন দেখিয়ে, ছবি আর সেলফি তুলে আনন্দ প্রকাশে ব্যস্ত তারা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন