শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

হোপের হ্যাটট্টিক সেঞ্চুরি

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৮ মে, ২০১৯, ১২:০৪ এএম

গত বছরের ডিসেম্বরে বাংলাদেশ সফরে তিন ম্যাচ সিরিজের ওয়ানডের শেষ দুটিতে সেঞ্চুরি করেছিলেন শেই হোপ। ১১ ডিসেম্বর শের-ই-বাংলায় অপরাজিত ১৪৬ রানের ইনিংস খেলা ক্যারিবীয় ওপেনার ১৪ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে করেছিলেন অপরাজিত ১০৮ রান। এবার ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের বিপক্ষে নিজেদের প্রথম মোকাবেলায় করে বসলেন আরেকটি সেঞ্চুরি। টুর্নামেন্টের দ্বিতীয়, তার ক্যারিয়ারের ষষ্ঠ।

গতকাল ডাবলিনের ক্লনটার্ফ স্টেডিয়ামের এই সেঞ্চুরি দিয়ে মাশরাফিদের বিপক্ষে টানা তিন ম্যাচে তিন সেঞ্চুরির অনন্য একটি রেকর্ড নিজের করে নিলেন এই উইন্ডিজ ওপেনার। ম্যাচের প্রথম বলে মোহাম্মদ সাইফ উদ্দিনকে চার হাঁকিয়ে রানের খাতা খুলেছিলেন হোপ। ৩৯তম ওভারের শেষ বলে অলরাউন্ডারকে চার হাঁকিয়ে সেঞ্চুরি স্পর্শ করেন এই ডানহাতি ওপেনার। ১২৬ বলে তিন অঙ্কে যাওয়ার পথে হাঁকান ১০ চার ও এক ছক্কা। সেই সঙ্গে ভেঙে দিয়েছেন ভিভ রিচার্ডসের একটি রেকর্ড। কিংবদন্তি রিচার্ডসকে ছাড়িয়ে ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সবচেয়ে দ্রæততম ২০০০ রানের রেকর্ডটি এখন হোপের। ২০০০ রান করতে রিচার্ডসের লেগেছিল ৪৮ ইনিংস, হোপের লাগল সেখানে ৪৭টি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন