শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ক্লে কোর্টে জয়ে শুরু ফেদেরারের

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৯ মে, ২০১৯, ১২:০৪ এএম

 তিন বছর পর ক্লে কোর্টে ফিরে দারুণ শুরু করেছেন রজার ফেদেরার। মাদ্রিদ ওপেনে রিচার্ড গ্যাসকেটকে হারিয়ে জায়গা করে নিয়েছেন শেষ ষোলোতে। ফেদেরারের মতো জয়ের দেখা পেয়েছেন নোভাক জোকোভিচও। ২০টি গ্র্যান্ড ¯ø্যাম জয়ী ফেদেরার জয় পেতে সময় নিয়েছেন মাত্র ৫২ মিনিট। গ্যাসকেটকে হারিয়েছেন ৬-২, ৬-৩ গেমে। ক্লে কোর্টে তিন বছর পর ফেরা ফেদেরারের এটাই ছিলো প্রথম ম্যাচ।
হাঁটুর ইনজুরির কারণে ২০১৭, ২০১৮ মৌসুমে ছিলেন বাইরে। তাই নতুন করে ফিরতে পেরে দারুণ উচ্ছ¡সিত ফেদেরার। এবার ফিরতে না পারলে এক সময় অনুতাপ কাজ করতো বলেই মনে করেন তিনি, ‘যদি এবার অংশ নিতে না পারতাম তাহলে অনুতপ্ত বোধ করতাম। কারণ হাঁটুর ইনজুরিটা এখন নেই।’ কেন এই অনুতাপ হতো তার ব্যাখ্যাও দিয়েছেন ফেদেরার, ‘কারণ আমি এই কোর্টে খেলেই বড় হয়েছি। তাই এই কোর্টে খেলাটাকে উপভোগ করি।’
ফেদেরারের মতো জয়ে শুরু করেছেন নোভাক জোকোভিচও। সার্বিয়ান তারকা ৬-৪, ৬-২ গেমে হারিয়েছেন যুক্তরাষ্ট্রের টেইলর ফ্রিটজকে। তাতে নিশ্চিত হয়েছে শেষ ষোলোও। জয়ের পর জোকারের প্রতিক্রিয়া, ‘আমার মনে হয়েছে আমার সার্ভগুলো আজ কার্যকরী ছিলো। এটাই সুবিধা এনে দিয়েছে।’
এদিকে মেয়েদের এককে জয় পেয়েছেন নাওমি ওসাকা। স্পেনের সারা সরিবেস তোরমোকে হারিয়েছেন ৭-৬ (৭-৫), ৩-৬, ৬-০ গেমে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন