রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ইউরোপাতেও অল-ইংলিশ ফাইনাল

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১১ মে, ২০১৯, ১২:০১ এএম

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের মত ইউরোপের দ্বিতীয় সেরা ফুটবল প্রতিযোগিতা উয়েফা ইউরোপা লিগেও ফাইনালে উঠেছে ইংল্যান্ডের দুই ক্লাব। পিয়েরে এমরিক আবেমেয়াংয়ের হ্যাটট্রিকে স্প্যানিশ দল ভ্যালেন্সিয়াকে হারিয়ে আর্সেনাল এবং জার্মান ক্লাব আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে হারিয়ে চেলসি প্রতিযোগিতার শেষ পর্বে নাম লিখিয়েছে।

গতপরশু রাতে সেমিফাইনালের ফিরতি লেগে স্তাদিও দি মাস্তালায় স্বাগতিকদের ৪-২ গোলে হারায় আর্সেনাল। দুই লেগ মিলে ৭-৩ ব্যবধানে এগিয়ে ফাইনালে নাম লেখায় ‘গানার্স’ খ্যাত দলটি। আগের সপ্তাহে এমিরেটস স্টেডিয়ামে সফরকারীদের ৩-১ গোলে হারিয়েছিল উনাই এমিরির শিষ্যরা।

একই সময়ে লন্ডনের স্ট্যামফোর্ড ব্রিজে অনুষ্ঠিত অপর সেমিফাইনালের ফিরতি লেগের ম্যাচটি ১-১ ড্র করে চেলসি। ফ্রাঙ্কফুর্টের মাঠে অনুষ্ঠিত প্রথম লেগের ম্যাচটিও একই ব্যবধানে ড্র হয়েছিল। ফলে ম্যাচ এদিন গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও ম্যাচ অমিমাংসিত থাকায় পেনাল্টি ভাগ্যে বিজয়ী দল নির্বাচন করা হয়। যেখানে সফরকারী ফ্রাঙ্কফুর্টকে ৪-৩ গোলে হারায় চেলসি।

এর আগে চ্যাম্পিয়ন্স লিগের নাটকীয় সেমিফাইনালে বার্সেলোনাকে হারিয়ে লিভারপুল এবং আয়াক্সকে হারিয়ে টটেনহাম হটস্পার ফাইনালে ওঠে। ইতিহাসে এই প্রথম ইউরোপিয়ান শীর্ষ দুই প্রতিযোগিতার ফাইনালই হতে যাচ্ছে অল-ইংলিশ ক্লাবের মধ্যে।

ঘরের মাঠে প্রথমার্ধে রুবেন লফতার চিকের গোলে প্রথমার্ধে এগিয়ে যায় চেলসি। বিরতির পর চতুর্থ মিনিটে মহামূল্যবার অ্যাওয়ে গোলের দেখা পেয়ে যায় ফ্রাঙ্কফুর্ট। গোলটি করেন লুকা জভিচ। আসরে এটি তার নবম গোল। ১০ গোল নিয়ে শীর্ষে চেলসি স্ট্রাইকার অলিভিয়ে জিরুদ।
প্রিমিয়ার লিগের শীর্ষ চারে থেকে আসছে মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা নিশ্চিত করেছে চেলসি। ইউরোপা লিগের শিরোপা জিতে একই আসরে নাম লেখানোর সুযোগ আর্সেনালের সামনে। আগামী ২৯ মে আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত হবে ফাইনাল।

এক নজরে ফল
সেমিফাইনাল ২য় লেগ
আর্সেনাল ৪-২ ভ্যালেন্সিয়া
দুই লেগ মিলিয়ে ৭-৩ ব্যবধানে জয়ী আর্সেনাল
চেলসি ১-১ ফ্রাঙ্কফুর্ট
দুই লেগ মিলিয়ে ২-২ ড্র
টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জেতে চেলসি

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন