শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

বেনাপোলে সর্বস্তরের প্রতিনিধিদের সঙ্গে এফবিসিসিআই’র বৈঠক

প্রকাশের সময় : ২৭ মে, ২০১৬, ১২:০০ এএম

বেনাপোল অফিস : দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে আমদানি রফতানি বাণিজ্যকে আরো গতিশীল করতে এবং বন্দরে বিরাজমান সমস্যাগুলো দ্রæত সমাধানের লক্ষে বৃহস্পতিবার দুপুরে স্থানীয় পর্যটন মোটেলে এফবিসিসিআই’র স্ট্যান্ডিং ল্যান্ড পোর্ট, বর্ডার ট্রেড, ট্রানজিট এন্ড ট্রান্সশিপমেন্ট কমিটির এক সভা অনুষ্ঠিত হয় কাস্টমস, বন্দর, চেম্বার, বিজিবি ও ব্যবসায়ী নেতৃবৃন্দ’র সাথে। সভায় সভাপতিত্ব করেন এফবিসিসিআই ল্যান্ডপোর্ট স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান আ: ওয়াহেদ। সভায় বন্দরের সমস্যা ও সম্ভাবনা নিয়ে ব্ক্তব্য রাখেন, অনুষ্ঠানের প্রধান অতিথি বেনাপোল কাস্টম কমিশনার এএফএম আব্দুল্লাহ, পৌর সভার মেয়র আশরাফুল আলম লিটন, কাস্টমস’র অতিরিক্ত কমিশনার ফিরোজ উদ্দিন, ২৬ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল জাহংগীর হোসেন, ভারতীয় কাস্টমস’র ডেপুটি কমিশনার প্রম লামা, ফেডারেশন অব বাংলাদেশ সিএন্ডএফ  এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আক্তার হোসেন, বন্দরের ডেপুটি ডাইরেক্টর মনির হোসেন, ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্সের বন্দর সাব কমিটির চেয়ারম্যান  মতিয়ার রহমান, শার্শা উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম ও বেনাপোল সিএন্ডএফ এজন্টস অ্যাসোসিয়শনের সভাপতি আলহাজ মফিজুর রহমান সজন। সভা শেষে কমিটির নেতৃবৃন্দ বেনাপোল বন্দর পরিদর্শন করেন। তারা বন্দরের অব্যবস্থাপনা দেখে অসন্তোশ প্রকাশ করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন