মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ১২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

সঞ্জিতের প্রশ্নবিদ্ধ বোলিং, শঙ্কিত নন কোচ

প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দূর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ অভিযান শুরু করেছে বাংলাদেশ। তবে সেই সুখ খুব একটা দীর্ঘস্থায়ী হয়নি। বড় একটা ধাক্কা খেয়েছে মিরাজ শিবির। গত আসরের চ্যাম্পিয়নদের বিপক্ষে জেতা ম্যাচে প্রশ্নবিদ্ধ হয়েছে স্বাগতিকদের অফ স্পিনার সঞ্জিত সাহার বোলিং অ্যাকশন। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে যুব বিশ্বকাপের উদ্বোধনী দিনে দক্ষিণ আফ্রিকাকে ৪৩ রানে হারায় বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৮ ওভারে ৩০ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন ১৮ বছর বয়সী সঞ্জিত। সেই ম্যাচে সঞ্জিতের বোলিং অ্যাকশন সন্দেহজনক মনে হয়েছে আম্পায়ারদের। ম্যাচ শেষে আনুষ্ঠানিক অভিযোগও এনেছেন তারা। নিয়ম অনুযায়ী, ১৪ দিনের মধ্যে আইসিসি স্বীকৃত কোনো ল্যাবে অ্যাকশনের পরীক্ষা দিতে হবে সঞ্জিতকে। সেটির ফল না আসা পর্যন্ত বোলিং চালিয়ে যেতে পারবেন তিনি।
আগামী রোববার কক্সবাজারে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচকে সামনে রেখে গতকাল সকালেই চট্টগ্রাম থেকে কক্সবাজার পৌঁছেছে বাংলাদেশ দল। বিকেলে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সংবাদকর্মীদের সঙ্গে আলাপচারিতায় কোচ মিজানুর রহমান জানালেন, সঞ্জিতের অ্যাকশনের ধরনটাই সংশয়ের মূল কারণ, ‘সঞ্জিতের অ্যাকশন কিন্তু প্রথাগত না। একটু ব্যতিক্রমী অ্যাকশন; শ্রীলঙ্কায় যেমন প্রায়ই অপ্রথাগত স্পিনার বের হয়, তেমনই। এজন্যই সঞ্জিত নিজেও যেমন জানত, আমরাও জানতাম যে ওর অ্যাকশন নিয়ে সন্দেহ হতে পারে।’
আগে থেকে ধারণা থাকার পরও সঞ্জিতকে বাংলাদেশ খেলিয়েছে দল সংশ্লিষ্ট সবার বিশ্বাসের কারণে। সেই বিশ্বাসের ব্যাখ্যাটাও দিলেন কোচ মিজানুর, ‘ওর অ্যাকশন দেখে সন্দেহজনক মনে হতে পারে, কিন্তু আমাদের সবার বিশ্বাস, ওর অ্যাকশন ঠিকই আছে। ল্যাবে পরীক্ষা করলেই পরিষ্কার হয়ে যাবে যে ১৫ ডিগ্রির সীমা ছাড়ায় না ওর কনুই।’ সংশয় থাকার পরও সঞ্জিতের সহজাত অ্যাকশন বদলানো হয়নি তার বোলিংয়ের স্বকীয়তা বজায় রাখতেই বলে জানালেন কোচ, ‘ওর প্রথাগত অ্যাকশনে বদলে দেওয়া যায়। তবে সেক্ষেত্রে ওর বোলিংয়ে আগের ধার নাও থাকতে পারে। অ্যাকশনের কারণেই ওকে খেলতে ব্যাটসম্যানদের অস্বস্তি হয়, ওর বৈচিত্রগুলো ব্যাটসম্যানরা পড়তে পারে না। যেহেতু আমাদের বিশ্বাস, সে ১৫ ডিগ্রির বেশি সীমা ছাড়ায় না, আমরা চেয়েছি সহজাত অ্যাকশনে রেখেই বিভিন্ন ড্রিল করে ওর অ্যাকশন পরিশীলিত করতে। অনেক উন্নতিও করেছে সে।’
কোচের বিশ্বাস, যদি ল্যাবে পরীক্ষার পর সঞ্জিতের অ্যাকশন বৈধ প্রমাণিত হয়, তাহলে বাংলাদেশ ক্রিকেটের বড় সম্পদ হতে পারেন এই অফ স্পিনার, ‘আগেই বলেছি, আমরা অনেকটাই নিশ্চিত ওর অ্যাকশন ঠিকই আছে। এই অ্যাকশনটাই যদি ওর থাকে, শুধু যুব দল নয়, ভবিষ্যতে জাতীয় দলের জন্যও বড় দৈর্ঘ্যরে ম্যাচে বড় সম্পদ হতে পারে ছেলেটি।’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটি টিভিতে সরাসরি স¤প্রচারিত না হলে অবশ্য টুর্নামেন্ট চলাকালে এই ঝামেলা পোহাতে হতো না সঞ্জিত বা বাংলাদেশ দলকে। ম্যাচ টিভিতে দেখানোয় ফুটেজ সহজগ্রাপ্য হয়ে গেছে বলেই ত্বরিত সিদ্ধান্ত হচ্ছে।
অনূর্ধ্ব-১৯ পর্যায়ে বোলিং অ্যাকশন নিয়ে আগে এতটা কড়াকড়িও ছিল না আইসিসির। ২০১২ সালে অস্ট্রেলিয়ায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে যেমন সংশয় উঠেছিল বাংলাদেশ দলের দুই স্পিনার আল আমিন ও নাঈম ইসলাম জুনিয়রকে নিয়ে। কিন্তু বিশ্বকাপে বোলিং করে যাওয়ায় বাধা ছিল না তাদের। বিশ্বকাপে শেষে অ্যাকশনের পরীক্ষা হয়েছিল ওই দুজনের। তবে এবারের বিশ্বকাপ থেকে অ্যাকশন নিয়ে একটু বেশি সতর্ক আইসিসি। সেটিরই প্রথম শিকার সঞ্জিত। এমনিতে দলের অন্যতম সেরা বোলার ১৮ বছর বয়সী এই অফ স্পিনার। প্রথম ম্যাচে ৮ ওভারে ৩০ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন সঞ্জিত। যুব ওয়ানডেতে বাংলাদেশের সেরা বোলিংয়ের রেকর্ডও তার। সবকিছু ঠিকঠাক থাকলে রোববার গ্রæপে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচের আগেই জানা যাবে সঞ্জিতের ভাগ্য।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন