রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১, ০৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

প্রিমিয়ারে পুলিশ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৩ মে, ২০১৯, ১২:১৭ এএম

চ্যাম্পিয়নশিপ ফুটবল লিগের শেষ পর্যায়ের খেলা চলছে। তিন ম্যাচ আগেই শীর্ষে থেকে পরের মৌসুমের প্রিমিয়ার লিগ খেলার টিকিট পেলো পুলিশ এফসি। গতকাল নিজেদের ১৭তম ম্যাচে ওয়ারীকে ১-০ গোলে হারিয়ে পুলিশ দল এই যোগ্যতা অর্জন করেছে। এই প্রথমবার প্রিমিয়ার লিগে খেলতে যাচ্ছে তারা। ৯ জয়, ৫ ড্র ও ৩ হারে ৩২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পুলিশ। তাদের সঙ্গে শীর্ষ লিগে যাওয়ার দৌড়ে আছে উত্তর বারিধারা (২৬) ও ভিক্টোরিয়া স্পোর্টিং (২৫)। প্রিমিয়ার লিগে ওঠা নিশ্চিত হওয়ার পর উচ্ছ¡সিত কণ্ঠে ম্যানেজার মোখলেসুর রহমান বলেন, ‘আমরা মাঠে অনেক পরিশ্রম করে যাচ্ছি। এখন শুধু শিরোপার জন্য লড়াই করতে হবে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন