শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

অঘটনের শিকার নিউজিল্যান্ড, লঙ্কানদের বড় জয়

প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : আসরের দ্বিতীয় দিনেই অঘটনের সাক্ষী হল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। ক্রিকেট বিশ্বকে এই চমক উপহার দিয়েছে নেপালের যুবারা। আইসিসির এই সহযোগী দেশটি ৩২ রানে হারিয়েছে নিউজিল্যান্ড জুবাদের। গতকাল ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ‘ডি’ গ্রæপের ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৩৮ রানের লড়াকু পুজি গড়ে নেপাল। ব্যাট হাতে দুই জন বাদে সবাই দুই অঙ্কের কোঠায় পৌঁছান। সর্বোচ্চ ৪৮ রান আসে অধিনায়ক রাজু রিজালের ব্যাট থেকে। ৬৫ বলের মোকাবেলায় ৬টি চার দিয়ে ইনিংসটি গড়েন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। এছাড়া উদ্বোধনী ব্যাটসম্যান সন্দিপ সানার ৩৯, আরিফ শেখ ৩৯ ও কুশল ভুর্টেল করেন অপরাজিত ৩৫ রান। নিউজিল্যান্ডের নাথান স্মিথ ৫৮ রানের বিনিময়ে নেন তিন উইকেট। জবাবে ৪৭ ওভার ১ বলে ২০৬ রানে থেমে যায় নিউজিল্যান্ডের ইনিংস। কিউই জুবাদের হয়ে সর্বোচ্চ ৫২ রান আসে গেøন ফিলিপসের ব্যাট থেকে। তার ছোট ভাই ডেল ফিলিপস করেন ৪১ রান। উদ্বোধনী ব্যাটসম্যান রাচিন রবিন্দ্র, ডেল ও ক্রিস্টিয়ান লিওপার্ড ফিরেন রান আউটে কাটা পড়ে। ২৪ রানে তিন উইকেট নিয়ে নেপালের জয়ে বড় অবদান দিপেন্দ্র সিং আইরি। ম্যাচসেরা হয়েছেন রাজু রিজাল।
ওদিকে সিলেট বিভাগীয় স্টেডিয়ামে বড় জয় দিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ অভিযান শুরু করেছে শ্রীলঙ্কার যুবারা। কানাডা অনূর্ধ্ব-১৯ দলকে ১৯৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে তারা। গতকাল ‘বি’ গ্রæপের ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে চার অর্ধশতকের ওপর ভর দিয়ে ৬ উইকেটে ৩১৫ রান গড়ে লঙ্কান জুবারা। দলের হয়ে সর্বোচ্চ ৭৬ রান করেন অধিনায়ক চারিথ আসালঙ্কা। দ্বিতীয় সর্বোচ্চ ৭৪ রানে অপরাজিত থাকেন শাম্মু আশান। এছাড়া উদ্বোধনী ব্যাটসম্যান কেভিন বান্দারা ৬১ ও উইকেটরক্ষক-ব্যাটসম্যান বিশাদ রান্দিকা ৫১ রানের দুটি কার্যকর ইনিংস খেলেন। কানাডার হয়ে আব্দুল হাসিব ৬৫ রানের খরচায় নেন দুই উইকেট। জবাবে ৩৯ ওভার ২ বলে ১১৯ রানে থেমে যায় কানাডার ইনিংস। সর্বোচ্চ ৪২ রানে অপরাজিত থাকেন আর্সলান খান। শ্রীলঙ্কার চার জন দামিথা সিলভা, থিলান নিমেশ, আসিথা ফার্নান্দো ও লাহিরু কুমারা দুটি করে উইকেট নেন। ম্যাচসেরা হন লঙ্কান অধিনায়ক চারিথ আসালঙ্কা।

স ং ক্ষি প্ত স্কো র
শ্রীলঙ্কা-কানাডা
শ্রীলঙ্কা অ-১৯ : ৩১৫/৬ (৫০ ওভার) বান্দারা ৬১, ফের্নান্দো ১৬, আসালাঙ্কা ৭৬, আশান ৭৪*, ভিসাদ ৫১, হাসারাঙ্গে ২৮, হাসিব ২/৬৫
কানাডা অ-১৯ : ১১৯/১০ (৩৯.২ ওভার) ভাভিন্দু ২২, গিল ১৭, আবরাস ১৫, আর্সলান ৪২*, ফের্নান্দো ২/১৯, কুমারা ২/২২, নিমেশ ২/১৯, হাসারাঙ্গে ২/১৬
ফল : শ্রীলঙ্কা অ-১৯ ১৯৬ রানে জয়ী
ম্যাচ সেরা : চারিথ আসালাঙ্কা (শ্রীলঙ্কা)
নিউজিল্যান্ড-নেপাল
নেপাল অ-১৯ : ২৩৮/৭ (৫০ ওভার) সুনার ৩৯, ধামালা ১৫, রিজাল ৪৮, আরিফ ৩৯, রাজবীর ২৪, দীপেন্দ্র ১৬, ভুরতেল ৩৫*, স্মিথ ৩/৫৮
নিউজিল্যান্ড অ-১৯ : ২০৬/১০ (৪৭.১ ওভার) গেøন ৫২, অ্যালেন ১১, ফিনি ৩৭, ক্ল্যাকসন ১৫, ডেল ৪১, আনিকেত ১১, স্মিথ ২৪, তামাং ২/৩৮, দীপেন্দ্র ৩/২৪
ফল : কানাডা ৭৬ রানে জয়ী
ম্যাচ সেরা : রাজু রিজাল (নেপাল)

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন