শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

জাতীয় জুনিয়র দাবা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ মে, ২০১৯, ১২:২৬ এএম

 ক্রীড়াবান্ধব শিল্প প্রতিষ্ঠান ওয়ালটন গ্রæপের পৃষ্ঠপোষকতায় আগামীকাল থেকে শুরু হচ্ছে ৩৯তম জাতীয় জুনিয়র (অনূর্ধ্ব-২০) দাবা প্রতিযোগিতার (উন্মুক্ত ও মহিলা) খেলা। বাংলাদেশ দাবা ফেডারেশনের ব্যবস্থাপনায় নয় দিন ব্যাপী এ প্রতিযোগিতা চলবে ২১ মে পর্যন্ত। এবারের জাতীয় জুনিয়র (উন্মুক্ত ও মহিলা) দাবায় রাজধানী সহ দেশের বিভিন্ন জেলা থেকে দাবাড়ুরা অংশ নিবেন। প্রতিযোগিতার খেলা হবে দু’টি বিভাগে। একটি উন্মুক্ত ও অপরটি মহিলা। উন্মুক্ত বিভাগে ৭ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে এবং মহিলা বিভাগে ৮ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে খেলা হবে। জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের তৃতীয় তলাস্থ দাবা ক্রীড়াকক্ষে প্রতিদিন দুপুর ২টা থেকে প্রতিযোগিতার খেলা শুরু হবে। তবে যেদিন দুই রাউন্ড হবে সেদিন সকাল ১০টা ও দুপুর ৩টায় খেলা শুরু হবে।

প্রতিযোগিতার বিজয়ীদের ট্রফি, মেডেল ও সনদপত্র দেয়া হবে। এ ছাড়া পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রæপের পক্ষ থেকে বিজয়ীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন