সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

পঞ্চপান্ডবের ফিফটি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৫ মে, ২০১৯, ১২:০৩ এএম

দেশের ক্রিকেটে তাদের অবদানের জন্য নামগুলো উচ্চারণ করা হয় একসাথে। এ কারণে মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদকে ডাকা হয় পঞ্চপাÐব নামে। ক্রিকেট নিয়েই তাদের যত অর্জন। পঞ্চপাÐব একসাথে গড়েছেন অনেক কীর্তি। তবে এবারেরটা অন্য সবগুলোর চেয়ে ভিন্ন এবং একইসাথে মহৎ।

গতপরশু ত্রিদেশীয় সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে উইন্ডিজকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। দারুণ এই জয়ের ম্যাচে একাদশে ছিলেন পঞ্চপাÐবের সবাই; অর্থাৎ মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক ও রিয়াদ। আর ক্রিকেটের তিন সংস্করণ মিলিয়ে অর্থাৎ আন্তর্জাতিক ক্রিকেটে এটি পাঁচ ক্রিকেটারের একসাথে অর্জিত ৫০তম জয়! জয়ের ‘হাফসেঞ্চুরি’! তারা তাদের ফিফটি পূর্ণ করা জয়টি পেয়েছেন একসাথে খেলার ১০৩ নম্বর ম্যাচে এসে।

২০০৫ থেকে ২০০৭ সালের মধ্যে জাতীয় দলের হয়ে অভিষেক হয় পঞ্চপাÐবের চার সদস্য সাকিব, তামিম, মুশফিক ও রিয়াদের। মাশরাফি ছিলেন আগে থেকেই। মাঝখানের সময়টাতে মাশরাফি চোটের কারণে হাতছাড়া করেছেন অনেকগুলো ম্যাচ-টুর্নামেন্ট-সিরিজ। এছাড়া ছোটখাটো চোটের কারণে সাকিব বা অন্যরাও কম ম্যাচ হাতছাড়া করেননি। ঐ ম্যাচগুলোতেও যদি পাঁচজন একসাথে থাকতেন তাহলে জয়ের এই অর্ধশতক হয়ত আরও আগেই হয়ে যেত।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন