ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই সীমান্তের ওপার থেকে এক বাংলাদেশী যুবক কে ধরে নিয়ে গেছে বিএসএফ । ওই বাংলাদেশীর নাম মোহাম্মদ হানিফ (৪০) । তিনি উপজেলার রত্নাই যুগীবস্তী নয়াবাড়ি গ্রামের জয়নত উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানায়, শুক্রবার ভোর রাতে রত্নাই সীমান্তের ৩৮২ পিলার এলাকা দিয়ে বাড়ি ফিরছিলেন হানিফ । এ সময় ভারতের ১৭১ - সোনামতি বিএসএফ ক্যাম্পের জোয়ানরা তাকে আটক করে নিয়ে যায়।
এ প্রসঙ্গে ঠাকুরগাঁও-৫০ বিজিবি’র ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এস এম সামিউন্নবী চৌধুরী বলেন, জানা গেছে চোরাচালানের উদ্দেশ্যে হানিফ সীমান্ত পাড়ি দেয় । অতীতে পতাকা বৈঠকে একাধিকবার আমরা বিএসএফ কে অনুরোধ করি তারা অনুপ্রবেশকারি কারো ওপর যেন মারনাস্ত্র দিয়ে গুলি না চালায়। এবার তারা গুলি চালাননি এটা অগ্রগতি কিন্তু ধৃত হানিফকে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে আমরা জেনেছি। শনিবার এ ব্যাপারে বিএসএফ’র সাথে পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য গত ৫ মে এই উপজেলার বেউরঝাড়ী সীমান্ত থেকে চড়ইগেদী গ্রামে আইন উদ্দিনের ছেলে হাবিলউদ্দিন হাবিল কে বিএসএফ আটক করে নিয়ে যায়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন