রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

এফআর টাওয়ার নির্মাণে অনিয়মে জড়িত রাজউক কর্মকর্তারা: তদন্ত প্রতিবেদন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ মে, ২০১৯, ৩:৫৭ পিএম

রাজধানীর বনানীর এফআর টাওয়ার নির্মাণে অনিয়মের সঙ্গে রাজউক কর্মকর্তাদের জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ পেয়েছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ১৮ কর্মকর্তাকে দোষী সাব্যস্ত করেছে তদন্ত কমিটি।

আজ বুধবার সচিবালয়ে আরএফ টাওয়ারের অগ্নিকাণ্ডের তদন্ত রিপোর্ট প্রকাশ করা হয়। রিপোর্ট প্রকাশের ব্রিফিংয়ে এ তথ্য জানান গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেন, এফআর টাওয়ারের ১৮ থেকে ২৩ তলা ছিল সম্পূর্ণ অবৈধ। আর ১৫ থেকে ১৮ তলাও নকশা লঙ্ঘন করে তৈরি করা হয়েছিল। এর সাথে রাজউকের যে সব কর্মকর্তা জড়িত ছিলেন তাদের সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

২৮ মার্চ দুপুরে বনানীর এফআর টাওয়ারের ৮তলা থেকে আগুনের সূত্রপাত হয়। দীর্ঘ ৬ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এ ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন