কাবাডি রেফারি কোর্সে প্রথমবারের মতো দেশের ছয় নারী অংশ নিয়েছেন। এরা হলেন- ফারজানা আফরোজ, শামসুন নাহার, শারমিন সুলতানা, তাসলিমা তাহের তানিয়া, শামসুন্নাহার ও সোহেলী সুলতানা। বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের সভাকক্ষে শেষ হওয়া সাত দিনব্যাপী রেফারি কোর্সে অংশ নিয়েছেন তারা। সনদ পেয়ে এখন ম্যাটে নামার অপেক্ষায় নারী রেফারিরা। অবশ্য ৫১ জন প্রশিক্ষর্ণীদের মধ্যে বাকিরা পুরুষ। কোর্স নিয়ে কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বলেন, ‘নতুন রেফারিদের মাধ্যমে কাবাডি খেলাকে দেশব্যাপী ছড়িয়ে দিতে চাই। এক্ষেত্রে যে নারীরাও পিছিয়ে নেই তার প্রমাণ শারমিন সুলতানার সর্বোচ্চ নম্বর পেয়ে কোর্সে সেরা হওয়া। আশাকরি আমরা দেশজুড়ে কাবাডি খেলার মান আরও বৃদ্ধি করতে পারবো।’ এ সময় ফেডারেশনের যুগ্ম সম্পাদক ও অতিরিক্ত ডিআইজি (ডেভেলপমেন্ট) গাজী মোহাম্মেল হক এবং রেফারিজ কমিটির সম্পাদক ও কোর্স পরিচালক আবদুল হক উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন