শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

দিনাজপুরসহ উত্তরের ৪ জেলার আয়কর অফিসে ২ দালালসহ ৬ জনকে আটক করেছে দুদক

দিনাজপুর অফিস | প্রকাশের সময় : ২৮ মে, ২০১৯, ৩:৫২ পিএম

দুর্নীতি দমন কমিশন (দুদক) দিনাজপুরসহ উত্তরের ৫টি জেলার আয়কর অফিস থেকে ২টি মামলার এজাহারভুক্ত মোট ৬জনকে গ্রেফতার করেছে। 

দুর্নীতি দমন কমিশন দিনাজপুর কার্যালয়ের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমান জানান, পঞ্চগড় থানায় ১৬ মে/১৯ দায়েরকৃত মামলা নং ১৫ ও দিনাজপুর কোতোয়ালি থানায় ২০ মে/১৯ দায়েরকৃত মামলা নং ৬৮ মোতাবেক আসামীদের গ্রেফতার করা হয়েছে।
পঞ্চগড় থানার মামলার আসামী অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক মোঃ রফিকুল ইসলামকে কুড়িগ্রাম, উচ্চমান সহকারী মোঃ ফিরোজ জামানকে নীলফামারী ও নিরাপত্তা প্রহরী মোঃ রাজেকুল ইসলামকে পঞ্চগড় থেকে গ্রেফতার করা হয়েছে।
দিনাজপুর কোতয়ালী থানার মামলার আসামী প্রধান সহকারী মোঃ আব্দুল মজিদকে লালমনিরহাট, অস্থায়ী অফিস সহকারী নীরেন চন্দ্র সরকার এবং অস্থায়ী অফিস সহকারী মোঃ আক্তারুজ্জামান ওরফে আপেল কে দিনাজপুর আয়কর অফিস থেকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানার আদালতে হাজির করার প্রক্রিয়া চলছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন