শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মিয়ানমার সেনাবাহিনীকে নিয়ে কৌতুক

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ৩০ মে, ২০১৯, ১২:০৬ এএম

বর্ষ বরণের উৎসবে সেনাবাহিনীর বিরুদ্ধে ব্যঙ্গাত্মক পরিবেশনার কারণে মিয়ানমারের সাত থিয়েটার কর্মীকে কারাদণ্ড দেওয়া হয়েছে। বিবিসি জানায়, মিয়ানমারের ঐতিহ্যবাহী ‘থাংইয়াট’ নাচে তারা অংশ নিয়েছিলেন। কারাদণ্ড পাওয়া একজন সু ইয়াদানার মিন্ত। মঙ্গলবার মিয়ানমারের একটি আদালত তাকে চার বছরের কারাদণ্ড দেয়। আদালত থেকে সুকে নিয়ে যাওয়ার সময় তিনি চিৎকার করে বলেন, “আদালত আমাদের প্রার্থনা সম্পূর্ণরূপে অবজ্ঞা করেছে। এট খুবই অন্যায্য।” সু থাংইয়াট নাচে অংশ নিয়েছিলেন। সুকে কারাগারে নিয়ে যাওয়ার সময় তার অসহায় মা কিন মিন্ত ক্ষোভে ফেটে পড়েন। তিনি বলেন, “সে কি সত্যিই অপরাধী? সে ডাকাতি বা এ ধরনের কোনো অপরাধ করেনি। তারা কিভাবে তার সঙ্গে এই ব্যবহার করতে পারল?” সড়কে থাংইয়াট পরিবেশনায় একদল তরুণ-তরুণী ঐতিহ্যবাহী পোশাক পরে ফোক গান ও বাজনার তালে তালে নাচে এবং কৌতুক অভিনয় করে। গানের কথায় সরকার ও সেনাবাহিনীকে ব্যঙ্গ করা হয়। দর্শকদের আনন্দ দেওয়াই থাংইয়াট নাচের উদ্দেশ হলেও বেসামরিক সরকারের আড়ালে থেকে কলকাঠি নাড়া মিয়ানমারের সেনাবাহিনী তাদের সমালোচনাকে কৌতুক হিসেবে গ্রহণ করতে পারেনি। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন