শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসা বাণিজ্য

পুঁজিবাজারে সূচক ও লেনদেন বেড়েছে

প্রকাশের সময় : ৩০ মে, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন উভয়ই গত কার্যদিবসের চেয়ে বেড়ে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইএক্স বেড়েছে ৩৮ দশমিক ৭৭ পয়েন্ট এবং সিএসসিএক্স কমেছে ৭০ পয়েন্ট। এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৪৫৭ কোটি ৭৮ লাখ টাকা। গত বৃহস্পতিবার উভয় পুঁজিবাজারে লেনদেন হয়েছিল ৩৭৪ কোটি ৬২ লাখ টাকা। সুতরাং গত কার্যদিবসের তুলনায় এদিন উভয় পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৮৩ কোটি ১৬ লাখ টাকা। গতকাল ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এতথ্য জানা গেছে।
এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৪২৭ কোটি ৯৬ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৩৪৯ কোটি ৯৫ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৭৮ কোটি ১ লাখ টাকা। এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩৮ দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৪২৬ পয়েন্টে, ডিএসইএস বা শরিয়াহ সূচক ১৫ দশমিক ০৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯১ পয়েন্টে এবং ২৬ দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭৩৪ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩১৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬২টির, কমেছে ৯২টির এবং কোনো পরিবর্তন হয়নি ৬৪টি কোম্পানির শেয়ার দর। এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- লাফার্জ সুরমা সিমেন্ট, শাহজিবাজার সিমেন্ট, ইউনাইটেড পাওয়ার, ইউনাইটেড এয়ার, ডোরিন পাওয়ার, মবিল যমুনা, খান ব্রাদার্স পিপি ওভেন, কেয়া কসমেটিকস, আমান ফিড এবং বেঙ্গল উইন্ডসর। অন্যদিকে, এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ২৯ কোটি ৮২ লাখ টাকা। গত বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ২৪ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে শেয়ার লেনেদেন বেড়েছে ৫ কোটি ১৫ লাখ টাকার বেশি।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৭০ দশমিক ১১ পয়েন্ট বেড়ে ৮ হাজার ২৯৫ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১১৫ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৬৩৯ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৮ দশমিক ৪৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে সিএসই-৩০ সূচক ১৬ দশমিক ৯৯ পয়েন্ট কমে ১২ হাজার ৪৩৭ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৪টির, কমেছে ৭২টির এবং কোনো পরিবর্তন হয়নি ২৭টি কোম্পানির শেয়ার দর। টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-লাফার্জ সুরমা সিমেন্ট, ইউনাইটেড এয়ার, কেয়া কসমেটিকস, জিপিএইচ ইস্পাত, ফ্যামিলি টেক্সটাইল, শাহজিবাজার পাওয়ার, বেক্সিমকো লিমিটেড, অ্যাপোলো ইস্পাত, খান ব্রাদার্স পিপি ওভেন এবং ইউনাইটেড পাওয়ার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন